হারলেই ছিটকে যাওয়ার শঙ্কা। এমন পরিসংখ্যানের ম্যাচে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের মুখ থেকে জয় ছিনিয়ে আনলেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। যদিও জয়ের বন্দরে যাওয়ার আগেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল ভারত। সেমিফাইনালে যেতে হলে হারা যাবে না পাকিস্তানের বিপক্ষে। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ভারত। প্রথম ব্যাটিং করে পাকিস্তানের নারীরা বোর্ডে তোলেন মাত্র ১০৫ রান। স্বল্প রান তাড়া করে সহজেই জিতে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু পরিস্থিতি খানিকটা বেগতিক হয়ে যায় একটা সময়ে।
পাকিস্তানের পেসার ফাতিমা সানা পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন। দারুণ খেলতে থাকা জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষের পতনের পর, ভয় ধরেছিল ভারতের মনে। কিন্তু সেই ভয়কে জয় করেছেন হারমানপ্রীত কৌর। দারুণ দক্ষতার সাথে সামলেছেন দলের ইনিংস। ভরসা জুগিয়েছেন ড্রেসিং রুমে।
হাল ধরে এগিয়ে নিয়েছেন দলের ইনিংস। জয়ের একেবারে শেষপ্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে। দায়িত্বশীল ইনিংসটির সমাপ্তি ঘটে ২৯ রানে। কিন্তু আউট হননি তিনি। জয় থেকে দুই রান দূরে থাকতে কাঁধে চোট পান তিনি। যদিও আউট হওয়ার সম্ভাবনা ছিল তার। স্ট্যাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন পাকিস্তানি উইকেটরক্ষক মুনীবা আলি।
দ্রুত ক্রিজে ফিরতে গিয়েই কাঁধে চোট পান হারমানপ্রীত। তাইতো তাকে উঠে যেতে হয় ক্রিজ ছেড়ে। যদিও তাতে খুব বেশি ক্ষতি হয়নি ভারতের। পরবর্তী বলেই জয় পেয়ে যায় ভারত। তাতে করে খানিক স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল ভারত নারী ক্রিকেট দল।