তৈরি হয়ে বিসিবিকে ‘জবাব’ দেবেন হাতুরুসিংহে

নতুন কোচ হিসেবে যোগ দিতে চলেছেন অভিজ্ঞ ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। তিনি কবে যোগ দেবেন, কিংবা হাতুুরুসিংহে কবে দেশ ছাড়বেন - দু’টোরই কোনো জবাব পাওয়া যায়নি। হাতুরু শুধু বলেছেন, ‘যাওয়ার আগে আমাকে একটা উত্তর দিতে হবে বিসিবিকে।’

মামলা-মোকদ্দমা কিংবা আইনজীবির দ্বারস্থ হওয়া – এসব মোটেও তাঁর জন্য নতুন কোনো ঘটনা নয়। শ্রীলঙ্কায় এভাবেই শেষ হয়েছিল তাঁর চাকরি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শেষটাতেও তাই হতে যাচ্ছে। তিনি আইনের আশ্রয় নেবেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন। বিসিবিকে জবাব দেওয়ার জন্য তিনি নিজেকে তৈরি করে নিচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়ানোর দিন পাঁচেক আগে বিসিবি বরখাস্ত করেছে চান্দিকা হাতুরুসিংহেকে। নাসুম আহমেদের গায়ে হাত তুলেছেন কোচ। নাম উল্লেখ না করলেও, এই কথা প্রকাশ্য সংবাদ সম্মেলনে বলেছেন স্বয়ং বোর্ড প্রধান।

এখানেই শেষ নয়, বোর্ডের চুক্তি ভঙ্গ করে নিজের মত করে ছুটি নিয়েছেন এই কোচ, যেটা বিসিবির রুল বুকে আচরণবিধি ভঙ্গের সমান। তাই ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিরে চার মাসেরও বেশি সময় আগেই চাকরি হারালেন হাতুরু।

তবে, হাতুরু মুখে কুলুপ আঁটেননি, দোষও স্বীকার করেননি। স্থানীয় একটি জাতীয় দৈনিকে হাতুরুসিংহে বলেন, ‘সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলে যাব। শিগগির সবই পরিষ্কার করে দেব। তবে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন।’

তিনি জানিয়েছেন, দিন দুয়েকের মধ্যেই দেশের গণমাধ্যমের সাথে মুখোমুখি হবেন হাতুরুসিংহে। সেখানে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।

নতুন কোচ হিসেবে যোগ দিতে চলেছেন অভিজ্ঞ ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। তিনি কবে যোগ দেবেন, কিংবা হাতুুরুসিংহে কবে দেশ ছাড়বেন – দু’টোরই কোনো জবাব পাওয়া যায়নি। হাতুরু শুধু বলেছেন, ‘যাওয়ার আগে আমাকে একটা উত্তর দিতে হবে বিসিবিকে।’

কি সেই উত্তর? এই বিতর্কের আগুন যে কতদূর গড়াবে – কে জানে!

Share via
Copy link