Social Media

Light
Dark

চার বিহীন ছক্কা তাণ্ডব হেটমায়ারের

আনরিখ নরকিয়ার গতি, মোহাম্মদ মোহসিনের লেগ ব্রেক কিংবা ওডিন স্মিথের বাউন্স কোন কিছুই পাত্তা পায়নি তাঁর কাছে। এর মধ্য দিয়ে একগাদা রেকর্ড গড়েছেন এই বাঁ-হাতি।

ধুমধাড়াক্কা ব্যাটিং মানেই চার আর ছক্কা – ক্রিকেটের চিরায়ত ব্যাপারটা যেন বদলে দিতে চাইলেন শিমরন হেটমায়ার। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ৩৯ বলে ৯১ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছেন, কিন্তু কোন চার মারেননি। স্রেফ ছক্কার ওপর ভর করেই তাঁর ব্যাটে দেখা মিলেছে টর্নেডোর। সবমিলিয়ে এগারোটি ছয় মেরেছেন তিনি, এর মধ্য দিয়ে চার বিহীন ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড এখন তাঁর দখলে।

এভাবে চার না মেরেই ঝড় তুলবেন সেটা বোধহয় এই তারকা নিজেও ভাবেননি। তাই তো গণমাধ্যমে এসে সোজাসাপ্টা স্বীকারোক্তি তাঁর; তিনি বলেন, ‘চেষ্টা করেছিলাম চার মারতে কিন্তু কাজ হলো না।’

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিল প্যাট্রিয়টসের মুখোমুখি হয়েছিলেন এই ব্যাটার। চার নম্বরে নামার পর প্রথম ওভারেই মারেন ছক্কা, এরপর সেটা আর থামেনি। একের পর এক বল উড়িয়ে বাউন্ডারির বাইরে মেরেছেন তিনি।

আনরিখ নরকিয়ার গতি, মোহাম্মদ মোহসিনের লেগ ব্রেক কিংবা ওডিন স্মিথের বাউন্স কোন কিছুই পাত্তা পায়নি তাঁর কাছে। এর মধ্য দিয়ে একগাদা রেকর্ড গড়েছেন এই বাঁ-হাতি।

এতদিন চার না মেরে কোন ইনিংসে সর্বোচ্চ ছয়ের মালিক ছিলেন রিকি ওয়েসেলস। ২০১৮ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে ১৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি, আর তাতে ৫৪ রানই করেছিলেন ছক্কা থেকে। কিন্তু তাঁর রেকর্ড ভেঙে এবার এগারোটি ছয় হাঁকালেন ক্যারিবীয় হার্ডহিটার।

২০ ওভারের ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসে এর সমান বা বেশি ছক্কার নজির আছে ৭৭ বার। কিন্তু তিনিই প্রথম, যার ইনিংসে একবারও বল মাঠের ঘাস ছুঁয়ে তারপর বাউন্ডারিতে যায়নি। এমন বিধ্বংসী ইনিংস আসলে কল্পনাই করা যায় না, হেটমায়ার নিজেও বোধহয় কল্পনা করতে পারেননি।

Share via
Copy link