Social Media

Light
Dark

দশ রানে অলআউট, অত:পর পাঁচ বলে জয়

অন্যদিকে বোলারদের মধ্যে চার ওভার হাত ঘুরিয়ে একাই ছয় উইকেট শিকার করেছেন হারশা ভারদ্বাজ, বিনিময়ে খরচ করেছেন কেবল তিন রান। এছাড়া অকশয় পুরি নিয়েছেন দুই উইকেট।

মাত্র পাঁচ বলে শেষ রান তাড়া করার মিশন – অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। মঙ্গোলিয়ার ছুড়ে দেয়া স্রেফ দশ রানের টার্গেট পাঁচ বলেই টপকে গিয়েছে সিঙ্গাপুর। এশিয়া এ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া এবং সিঙ্গাপুর। এ ম্যাচই দেখা গেলো এমন বিব্রতকর দৃশ্য।

ads

আগে ব্যাট করতে মঙ্গোলিয়া অলআউট হয়ে যায় দশ রানেই, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিন্ম রানের রেকর্ডের ভাগিদার হয়েছে তাঁরা। এতদিন সর্বনিন্ম রানের রেকর্ড এককভাবে ছিল আইল অব ম্যানের দখলে, গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে মাত্র দশ রানে গুটিয়ে যায় তাঁরা। অবশ্য চলতি বছর জাপানের বিপক্ষে ১২ রানে এবং হংকংয়ের বিপক্ষে ১৭ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া।

যদিও এবার তাঁরা লড়াইয়ের চেষ্টা করেছে, দশ রানের মাথায় দশ উইকেট হারানোর আগে তাঁরা পুরো দশ ওভার মোকাবিলা করেছে। অবশ্য দলটির পাঁচজন ব্যাটারই রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেছেন।

ads

অন্যদিকে বোলারদের মধ্যে চার ওভার হাত ঘুরিয়ে একাই ছয় উইকেট শিকার করেছেন হারশা ভারদ্বাজ, বিনিময়ে খরচ করেছেন কেবল তিন রান। এছাড়া অকশয় পুরি নিয়েছেন দুই উইকেট।

১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিঙ্গাপুর খরচ করেছে সবমিলিয়ে পাঁচ বল, একটা উইকেটও আবার হারিয়েছে তাঁরা। মজার ব্যাপার, পাঁচ বলের মধ্যে জিতলেও এটা টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম জয় নয়। আইল অব ম্যানের ১১ রানের লক্ষ্য স্পেন টপকে গিয়েছিল স্রেফ দুই বলেই।

এশিয়ার আঞ্চলিক বাছাইপর্বে সিঙ্গাপুরের এটি দ্বিতীয় জয়। চার ম্যাচের মধ্যে বাকি দুই ম্যাচ হেরেছে দলটি। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই হেরেছে মঙ্গোলিয়া, আপাতত তাঁদের অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে।

Share via
Copy link