চারদিকে এশিয়া কাপ নিয়ে ইতোমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। কারণ একেবারে দোরগোড়ায় এশিয়া কাপ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ক্রিকেটে এশিয়ার সেরা হওয়ার টুর্নামেন্টটি। এশিয়া কাপকে ঘিরে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবগুলো দল।
এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে সবথেকে শক্তিশালী রূপে, শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চাচ্ছে সবাই। এবারের এশিয়া কাপের শিরোপার দাবিদার হবেন কোন দল তা দেখার অপেক্ষায় সবাই। টুর্নামেন্টটি শুরু হওয়ার প্রাক্বালে পিছু ফিরে এশিয়া কাপের সেরা কিছু ইনিংসে চোখ বুলিয়ে নেয়া যাক।
- বিরাট কোহলি: ১৮৩, ২০১২ সাল
২০১২ সালের মার্চের ১৮ তারিখে ভারত পাকিস্তানের ম্যাচটি এশিয়া কাপের সবচেয়ে বড় ইনিংস এর সাক্ষী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে বিরাট কোহলি সেদিন দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ১৪৮ বলে ১৮৩ রান করেছিলেন এই ব্যাটার। ২২ টি চার ও একটি ছয় বিশিষ্ট সেই ইনিংটি চমকে দিয়েছিলো পুরো ক্রিকেট বিশ্বকে। বিরাটের স্ট্রাইক রেট ছিল ১২৩.৬৪। ম্যাচটি ভারত ছয় উইকেটে জিতেছিল।
- ইউনুস খান: ১৪৪, ২০০৪ সাল
সময়কাল ১৮ জুলাই ২০০৪। পাকিস্তান ও হংকং ম্যাচটিতে পাকিস্তানের ইউনুস খান ১২২ বলে ১৪৪ রান করেছিলেন। যাতে ছিল আটটি চার ও তিনটি ছয়। ইউনিস খানের স্ট্রাইক রেট ছিল ১১৮.০৩। সে ম্যাচে পাকিস্তান ১৭৩ রানের ব্যবধানে হারায় হংকংকে।
- মুশফিকুর রহিম: ১৪৪, ২০১৮ সাল
২০১৮ এর এশিয়া কাপে দুবাইতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ। বাংলাদেশের মুশফিকুর রহিম এশিয়া কাপের তৃতীয় সেরা ইনিংসটির দাবিদার। ১৫০ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন মুশফিকুর। তন্মধ্যে ১১ টি চার ও চারটি ছয় হাঁকিয়েছেন তিনি। মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট ছিল ৯৬। সেই ম্যাচটিতে বাংলাদেশ ১৩৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
- শোয়েব মালিক: ১৪৩, ২০০৪ সাল
এই তালিকায় চার নম্বরে রয়েছেন শোয়েব মালিক। ২০০৪ সালের এশিয়া কাপের মঞ্চে ভারত ও পাকিস্তানের ম্যাচ চলছিল। সেই ম্যাচে পাকিস্তানের শোয়েব মালিক ১২৭ বলে ১৪৩ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন।যার মধ্যে ১৮ টি চার ও একটি ছয় হাঁকিয়েছেন তিনি। শোয়েবের স্ট্রাইক রেট ছিল ১১২.৫৯। সেই ম্যাচে পাকিস্তান ৫৯ রানে জয়লাভ করেছিল।
- বিরাট কোহলি: ১৩৬, ২০১৪ সাল
২০১৪ সালের এশিয়া কাপের মঞ্চে ফতুল্লায় বাংলাদেশ ও ভারত ম্যাচ। ভারতীয় ব্যাটার বিরাট কোহলি সেদিন ১২২ বলে ১৩৬ রানের একটি বড় ইনিংস খেলেছিলেন। যার মধ্যে ছিল ১৬ টি চার ও দুইটি ছয়। বিরাটের স্ট্রাইক রেট ছিল ১১১.৪৭। ম্যাচটি ভারত ছয় উইকেটে জিতে নিয়েছিল।
- সৌরভ গাঙ্গুলি: ১৩৫, ২০০০ সাল
এশিয়া কাপের সেরা ইনিংসের তালিকায় সৌরভের ইনিংসটির অবস্থান ছয় নম্বরে। এশিয়া কাপ ২০০০ এর মঞ্চে বাংলাদেশ ও ভারতের ম্যাচে সৌরভ গাঙ্গুলি ১২৪ বলে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। ছয়টি চার ও সাতটি ছয়ে ইনিংসটি সাজিয়েছিলেন তিনি। ভারত ৮ উইকেটে জিতে নিয়েছিল ম্যাচটি।
- অর্জুনা রানাতুঙ্গা: ১৩১, ১৯৯৭ সাল
১৯৯৭ সালের এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা বড় এক ইনিংস খেলেছিলেন। ১৫২ বলে অপরাজিত ১৩১ করে এই তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি। সেই ইনিংস খেলতে গিয়ে ১৭ টি চার হাঁকিয়েছিলেন তিনি। ম্যাচটি শ্রীলঙ্কা ছয় উইকেটে জিতে নেয়।