উইকেটরক্ষক নন, তবুও ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরাতে সহয়তা করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে উইকেটকিপার না হয়েও সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডের শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সেরা পাঁচে আছেন তামিম ইকবাল খান। দ্বাদশ বিপিএল শুরুর প্রাক্কালে চলুন দেখে নেওয়া যাক, বিপিএলের সেই অধ্যায়ের হালচাল।
- তামিম ইকবাল

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, মোট আটটি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছন বিপিএল। মোট ১১৮ ম্যাচে তিনি মাঠে নেমেছেন। ফিল্ডার হিসেবে ৪২ দফা তিনি প্রতিপক্ষের ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠাতে সহয়তা করেছেন। যার ৪২টিই ছিল ক্যাচ আউট।
- সাব্বির রহমান

এই তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে আছেন ফ্যান ফেভারিট সাব্বির রহমান। নয়টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন সাব্বির। এর মধ্যে তিনি ৪৯টি ক্যাচ তালুবন্দী করেছেন। এক ইনিংসে সর্বোচ্চ চারটি ক্যাচ নেওয়া এক মাত্র অনফিল্ড ফিল্ডার সাব্বির।
- ইমরুল কায়েস

উইকেটরক্ষণের অভিজ্ঞতা রয়েছে ইমরুল কায়েসের। কিন্তু বিপিএলে ১১৫ ম্যাচে তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। তবুও প্রতিপক্ষের উইকেট তুলে নিতে মোট ৪৯ দফা সহয়তা করেছেন ইমরুল কায়েস।
- আরিফুল হক

ফিক্সিং বিতর্কের বলি হয়ে এবারের বিপিএল খেলা হচ্ছে না আরিফুল হকের। কিন্তু বিপিএল ইতিহাসে ঠিকই রয়েছে তার নাম। সাত ফ্রাঞ্চাইজির হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন আরিফুল। এই সময়ে ৫৩টি ক্যাচ লুফে নিয়েছেন তিনি।
- মাহমুদউল্লাহ রিয়াদ

এই তালিকায় থাকা বাকি খেলোয়াড়দের তুলনায় সর্বাধিক ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোট ১৩৩টি বিপিএল ম্যাচে এখন অবধি রিয়াদ নেমেছেন মাঠে। এই সময়ে ৬৩টি ক্যাচ লুফে নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বিপিএলে মোট ছয়টি ভিন্ন ফ্রাঞ্চাইজির জার্সি গায়ে চাপিয়েছিলেন রিয়াদ। রংপুর রাইডার্স হতে চলেছে তার সপ্তম দল।











