ক্রিকেটে তিন যুগলের অনবদ্য জুটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই রান উৎসব। আর এই রানের উৎসের মূলেই থাকে পার্টনারশিপ—যেখানে ব্যাট হাতে জ্বলে ওঠেন দুই ব্যাটার। এমনই কিছু অবিশ্বাস্য পার্টনারশিপের গল্প তৈরি করেছে আইপিএলের তিন যুগল—যাদের মধ্যে সদ্য আইপিএল ২০২৫ মৌসুমে নতুন সংযোজন শুবমান গিল ও সাই সুদর্শন জুটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই রান উৎসব। আর এই রানের উৎসের মূলেই থাকে পার্টনারশিপ—যেখানে ব্যাট হাতে জ্বলে ওঠেন দুই ব্যাটার। এমনই কিছু অবিশ্বাস্য পার্টনারশিপের গল্প তৈরি করেছে আইপিএলের তিন যুগল—যাদের মধ্যে সদ্য আইপিএল ২০২৫ মৌসুমে নতুন সংযোজন শুভমান গিল ও সাই সুদর্শন জুটি।

সর্বোচ্চ পার্টনারশিপ রানের তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ২০১৬ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে এই দুইজনের ব্যাট থেকে আসে ৯৩৯ রান।

তাঁদের বোঝাপড়া, ২২ গজে একে অপরের দৃষ্টিনন্দন শিল্প এবং সেই বিধ্বংসী ব্যাটিং ক্রিকেট প্রেমীদের নিশ্চয় মনে আছে। কোহলি সেই মৌসুমে একাই করেছিলেন ৯৭৩ রান—যা এখনও আইপিএলের এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

এই রেকর্ডে আরও একবার ভাগ বসিয়েছেন বিরাট কোহলি—২০২৩ মৌসুমে। এবার তার সঙ্গী ছিলেন আরেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এই জুটিও সেই মৌসুমে গড়েছেন ৯৩৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ। ডু প্লেসিস ছিলেন অত্যন্ত ধারাবাহিক, আর কোহলি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতেই খেলে গেছেন! দুইজনের রানের এই উৎসব ব্যাঙ্গালুরুকে সেবার এনে দিয়েছিল একের পর এক জয়।

তবে চলতি ২০২৫ মৌসুমে যে জুটির নাম সবচেয়ে উজ্জ্বল, তাঁরা হলেন গুজরাট টাইটান্সের দুই তরুণ—শুবমান গিল ও সাই সুদর্শন। এ পর্যন্ত এই জুটি একসঙ্গে করেছেন ৯০৯ রান, তাও আবার মৌসুম এখনো শেষ হয়নি।

গিল তাঁর ধারাবাহিকতা দিয়ে দলের ছন্দ ঠিক রেখেছেন, আর সাই ছিলেন নিখুঁত টেম্পারমেন্টের সুদর্শন উদাহরণ। এখনো তাঁদের সামনে সুযোগ আছে বেশ কিছু ম্যাচ খেলার। তাই ৩০ রান পিছিয়ে থাকা এই জুটির সর্বোচ্চ রেকর্ড ভাঙা হয়তো সময়ের ব্যাপার।

আইপিএল মানেই পরিসংখ্যানের খেলা। সেখানে এই তিন জুটির নামই প্রমাণ করে দেয়—দলের সাফল্য কেবল একজন তারকার নয়, বরং দু’জনের বোঝাপড়ায় লুকিয়ে থাকে জয়ের আসল চাবিকাঠি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link