রিশাদের হোবার্ট পৌঁছে গেল ফাইনালের আরেকটু কাছে

রিশাদ হোসেনের উপর যে অগাধ ভরসা হোবার্ট হারিকেন্সের সে প্রমাণ পাওয়া গেল নকআউট ম্যাচে। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুই ওভারে প্রয়োজন ৩৭ রান, এমন সময়ে শেষের আগের ওভারে রিশাদকে বল তুলে দেয় হোবার্টের অধিনায়ক বেন ম্যাকডরমট। সেই ওভারে রিশাদের খরচা স্রেফ ১১ রান। আর তাতেই শেষ ওভারে জয়ের রাস্তা হয়েছে পরিষ্কার।

রিশাদ হোসেনের উপর যে অগাধ ভরসা হোবার্ট হারিকেন্সের সে প্রমাণ পাওয়া গেল নকআউট ম্যাচে। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুই ওভারে প্রয়োজন ৩৭ রান, এমন সময়ে শেষের আগের ওভারে রিশাদকে বল তুলে দেয় হোবার্টের অধিনায়ক বেন ম্যাকডরমট। সেই ওভারে রিশাদের খরচা স্রেফ ১১ রান। আর তাতেই শেষ ওভারে জয়ের রাস্তা হয়েছে পরিষ্কার।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে, বল মাঠে গড়াবে কি-না সে প্রশ্নের উদ্রেক ঘটেছিল। কিন্তু দুই দল মাঠের লড়াইয়ে নামতে চেয়েছিল যেকোন মূল্যে। ম্যাচের ওভার কর্তন হয়ে দশ ওভারে নেমে দাঁড়াল। বৃষ্টির ফায়দা নিতে স্টার্স আগে ব্যাটিংয়ের পাঠাল হোবার্ট হারিকেন্সকে। দশ ওভারে হোবার্ট নিজেদের স্কোরবোর্ডে উঠল ১১৪, পাঁচ উইকেট হারিয়ে।

এরপর স্টার্সের জন্য লক্ষ্যটা বেশ বড়সড়ই ছিল। এরপর আবার বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়াল। ততক্ষণে দুই ওভারে কেবল নয় রানই নিতে সক্ষম হয় মেলবোর্ন স্টার্স। বৃষ্টির পর আরও দুই ওভার কমে যায়। সাত ওভারে স্টার্সের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮৫ রান। এমন কঠিন সমীকরণে রিশাদ প্রথমে বল করতে এলেন ইনিংসের চতুর্থ ওভারে।

এমন কঠিন ম্যাচে, খুব একটা ভাল করেছেন তিনি- সেটা বলবার উপায় নেই। এক ছক্কাসহ সেই ওভারে ১৩ রান খরচা করেন রিশাদ হোসেন। তবুও তার উপর ভরসা করে ষষ্ঠ ওভারে আবারও রিশাদের হাতে বল তুলে দেওয়া হল। সেই ওভারেও একটি ছক্কা হজম করেন রিশাদ।

তবে ওভারের শেষ বলে, গ্লেন ম্যাক্সওয়েলের বিপক্ষে ডট বের করে নিয়ে আসলেন রিশাদ। তাতেই চাপ কমানোর সুযোগ হাতছাড়া হয়। শেষ ওভারে জয়ে জন্য প্রয়োজন গিয়ে দাঁড়ায় ২৬ রানে। শেষ অবধি আর লক্ষ্য টপকাতে পারেনি মেলবোর্ন স্টার্স। বৃষ্টি আইনে তিন রানের জয় নিয়ে চ্যালেঞ্জার্স নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স।

আর একটি ধাপ পেরুতে পারলেই হোবার্ট পৌছে যাবে ফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া নিশ্চয়ই করতে চাইবে না দলটি। রিশাদ নিঃসন্দেহে হতে চাইবেন তুরুপের তাস।

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link