এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডে দু বছর ছয় মাসের জন্য ছিলেন। তিনি এই সময়কালে ইউনাইটেডের জন্য দু’টি ট্রফি জিতেছেন। একটি কারাবাও কাপ এবং একটি এফ এ কাপ। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন ইউনাইটেডে একটি বিশেষ খেলার ধরণ স্থাপন করতে। ঠিক এই কাজটি করার জন্যই টেন হ্যাগকে ইউনাইটেডে আনা হয়েছিল।
রুবেন আমোরিমকে এখন ইউনাইটেডে আনা হচ্ছে ঠিক একই কারণে। আমরিম একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করে তার দলকে পরিচালনা করেন। আমোরিম তার ইউনাইটেডের যাত্রা শুরু করবেন ইপসুইচ টাউনের বিপক্ষে। এখন দেখার অপেক্ষা কিভাবে তিনি পরিচালনা করবেন ইউনাইটেডকে।
আমোরিমের বহুল ব্যাবহৃত ফরমেশন হচ্ছে ব্যাক-থ্রি। স্পোর্টিংয়ের হয়ে তার ১৮৮টি লিগ এবং ইউরোপীয় ম্যাচেই তিনি এই সিস্টেম ব্যবহার করেছেন। তার সবচেয়ে ব্যাবহৃত ফর্মেশন ৩-৪-২-১, এরপর ৩-৪-৩ এবং মাঝে মাঝে ৩-৫-২। তো বলাই যায় যে আমোরিম হুট করে তার ব্যাক-থ্রি ফরমেশন থেকে সরে আসবেন না।
ইউনাইটেডের খেলোয়াড়দের জন্য এই ফরমেশন মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। টেন হাগের অধীনে ইউনাইটেড প্রায় ৯০ শতাংশ লিগ এবং ইউরোপীয় ম্যাচ ৪-২-৩-১ ফর্মেশনে শুরু করেছিল। তারা একবারও তিন ডিফেন্ডার দিয়ে ম্যাচ শুরু করেনি।
আমোরিমের ব্যাক থ্রির কেন্দ্রে ম্যাথাইস ডি লিটকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু এই পজিশনে নেতৃত্ব এবং অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যারি ম্যাগুয়ারও ইংল্যান্ডের হয়ে এই পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ডি লিট বা ম্যাগুয়ারকে ব্যাক থ্রির প্রান্তে দেখা যাবে বলে মনে হয় না। কারণ তাদের বল চালানোর কৌশলে ঘাটতি রয়েছে। এই জায়গাগুলোতে লেনি ইয়োরো এবং লিসান্দ্রো মার্টিনেজের মতো খেলোয়াড়রা বেশি কার্যকরী। কারণ তারা বল নিয়ে সামনে অগ্রসর হতে দক্ষ।
আমোরিমের উইং-ব্যাকরা আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। যারা মাঠকে ওয়াইড করতে এবং গোলে সহায়তা করার দায়িত্ব পালন করে। টেন হাগ একই চেষ্টা করেছিলেন। তবে তার সেন্টার-ব্যাকরা ডিফেন্সে ঠিকমতো ব্যাকআপ দিতে পারতেন না। আমোরিমের সিস্টেমে এই জায়গাগুলো নিরাপদ হওয়ায় উইং-ব্যাকরা নির্ভয়ে আক্রমণে মনোযোগ দিতে পারবে।
ম্যানুয়েল উগার্তে স্পোর্টিংয়ে আমোরিমের অধীনে ভালো খেলেছেন। উগার্তে ইউনাইটেডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমোরিম তার দলের প্রেসিং সিস্টেম কার্যকরী করেছিলেন। ইউনাইটেডে নতুনভাবে সে কাজে লাগাতে পারবে।
আমোরিমের সিস্টেমে ইউনাইটেডের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হচ্ছে উইং-ব্যাক পজিশন। ইউনাইটেডের বর্তমান দলে বিশেষায়িত উইং-ব্যাক নেই। তবে এই পজিশনে আলেজান্দ্রো গার্নাচো বা আমাদ ডিয়ালোকে ব্যবহার করার চেষ্টা করা যেতে পারে।
গার্নাচোকে লেফট উইং-ব্যাক হিসেবে খেলানো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একটি চ্যালেঞ্জ হতে পারে। আর্সেনালের বিপক্ষে, বুকায়ো সাকার মতো খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে। তখন এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থাকবেই।
আমোরিম ইউনাইটেডের জন্য নতুন কিছু সম্ভাবনা নিয়ে এসেছেন। বিশেষ ভাবে স্ট্রাইকিং পজিশনে রাসমুস হজলুন্ডের মতো খেলোয়াড়দের উন্নতি খুবই প্রয়োজন। আমোরিমের আক্রমণাত্মক কৌশল এবং খেলোয়াড়দের সঠিক জায়গায় ব্যবহারের ক্ষমতা হয়তো ইউনাইটেডকে নতুন মাত্রা দিতে পারে। এটি নিশ্চিতভাবেই ইউনাইটেডের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময়, কারণ নতুন কোচের অধীনে পুরোনো সমস্যাগুলোর সমাধান হতে পারে।