ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম শুরুর ম্যাচেই কোচ রুবেন আমোরিমের গোলরক্ষক বাছাই চোখ কপালে তুলল। ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
দলের ২০০ মিলিয়ন পাউন্ডের গ্রীষ্মকালীন দলবদলের পরও নতুন গোলরক্ষক আনা হয়নি। নিয়মিত প্রথম পছন্দ আন্দ্রে ওনানা হ্যামস্ট্রিং চোটে এখনো মাঠে নামতে পারেননি। তাই আমোরিম বেছে নিলেন তুর্কি গোলরক্ষক আলতাই বাইয়ানদিরকে। অভিজ্ঞ টম হিটনকে বেঞ্চে রেখে দেওয়া সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত কাল হলো।
ম্যাচের ১৩ মিনিটে ডেক্লান রাইসের তোলা কর্নারে বিপদ তৈরি হয়। কর্নারটি সরাসরি গোলবারের নিচে পড়লে বাইয়ানদির ফসকে যান। দুর্বল হাতে ঠেকানোর চেষ্টা উল্টো বলকে ভেতরে ঠেলে দেয়। সেই সুযোগে ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি কাছ থেকে গোল করে দেন। এটাই ছিল ম্যাচের একমাত্র গোল।
তবু ইউনাইটেড খারাপ খেলেনি। বরং বল দখল ও আক্রমণে ছিল এগিয়ে। নতুন সাইনিং মাতেউস কুনহার তিনটি শট ও ব্রায়ান এমবেওমোর দ্বিতীয়ার্ধের প্রচেষ্টা আর্সেনাল কিপার ডেভিড রায়া দারুণভাবে ঠেকিয়ে দেন। রায়ার একের পর এক সেভেই ভেসে যায় ইউনাইটেডের প্রত্যাবর্তনের স্বপ্ন।
শেষ মুহূর্তে রাইসের ফ্রি-কিক পোস্ট মিস করলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। তবে জয় ধরে রাখে মিকেল আর্তেতার দল। শেষ ছয় ম্যাচে এ নিয়ে পাঁচবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল তারা।
ওল্ড ট্র্যাফোর্ডে নতুন মৌসুমের শুরুতেই ব্যথা বাড়ল ইউনাইটেড সমর্থকদের। আর আমোরিমের গোলরক্ষক বাজির ফলাফল এখন বড় আলোচনার বিষয়।