ক্রিকেটের একটা ট্রফি পাওয়ার জন্য অপেক্ষা কতটা দীর্ঘ হতে পারে! একটা দল কিংবা জাতি চাতক পাখির মতোই তাকিয়ে থাকে—ঘরে উঠবে শিরোপা, চ্যাম্পিয়নের তকমা লাগবে গায়ে। চাইলেই সব পাওয়া যায় না তবে একদিন সব হয়। আইসিসি ট্রফি জয়ের জন্য দীর্ঘ অপেক্ষায় কারা ছিল, জানবো আজ।
১৯৯৮ সালে প্রথমবারের মতো আইসিসির কোনো শিরোপা জয় করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দীর্ঘ ২৭ বছর কেটে যায় অপেক্ষায়। অবশেষে ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা খরা কাটে দলটার।
১৯৭৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ট্রফি জয়ের পথে ফেরে ক্যারিবীয়রা। মাঝখানে অপেক্ষাটা ছিল ২৫ বছরের।
২০০০ সালে আইসিসি নকআউট ট্রফি জয় করেছিল নিউজিল্যান্ড। এরপর দীর্ঘ ২১ বছর তারা কোনো শিরোপা জয় করতে পারেনি। অবশেষে ২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে খরা কাটায় কিউইরা।
১৯৮৩ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় ট্রফির জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ২০০২ সাল পর্যন্ত। তবে ওই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ফাইনালের কারণে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা।
ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জয় করার পর দীর্ঘ ১৭ বছর ট্রফিশূন্য ছিল পাকিস্তান। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অপেক্ষার অবসান ঘটায় তারা।
২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কা পরবর্তী আইসিসি ট্রফি পায় ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। মাঝখানে কেটেছে ১২ বছর।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দল অস্ট্রেলিয়াও এক সময় ১২ বছর আইসিসি ট্রফির বাইরে ছিল। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি তারা। ১৯৮৭ সালে প্রথমবার কোনো আইসিসি ট্রফি ঘরে তোলে অজিরা।
২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করার পর ২০১৯ সালে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেই শিরোপা খরা কাটায় ইংল্যান্ড। মাঝখানে কেটেছে ৯ বছর।
ক্রিকেটে একে অপরের লড়াইটা মর্যাদার, নিজেদের অস্তিত্ব রক্ষার। প্রতিটি দলের একটাই চাওয়া, একটাই লক্ষ্য—বড় ইভেন্টের ট্রফি জয়। একদিন সব আক্ষেপ ফুরায়, একদিন সব অপেক্ষার অবসান হয়।