বোর্ডে কত রান চায় বাংলাদেশ?

চতুর্থ দিনের শেষ বেলাতে আয়ারল্যান্ডকে ১০ থেকে ১৫ টা ওভার ব্যাটিং করার সুযোগ দিতে হবে, সেখান থেকে দুই-তিনটা উইকেট বের করে ফেলতে পারলে ম্যাচের চালকের আসনে থাকবে বাংলাদেশই। সেটা করতে পারলে চতুর্থ দিনেই ম্যাচ থেকে ফলাফল বের করে আনা সম্ভব।

এক উইকেট হারিয়ে ৩৩৮ রান। ৫২ রানের লিড। হাতে আছে নয়টি উইকেট। সিলেটের উইকেট এখন পর্যন্ত ব্যাটিং সহায়ক। তৃতীয় দিনেও তাই থাকার কথা। অন্তত প্রথম দুইটা সেশনে এই উইকেট থেকে বিস্তর রান বের করতে পারবেন ব্যাটাররা।

বাংলাদেশের লক্ষ্যও তেমনই থাকবে। তৃতীয় দিনে রানটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া যায় সেদিকেই নজর থাকবে নাজমুল হোসেন শান্তর দলের। অধিনায়ক নিজে, মুশফিকুর রহিম আর লিটন দাস ড্রেসিংরুমে অপেক্ষায় থাকবেন। শান্ত, মুশফিক যোগ্য সঙ্গ দিলে আর লিটন একটু রানের গতি স্পিড আপ করলেই ম্যাচ চলে যাবে আয়ারল্যান্ডের নাগালের বাইরে।

৭০-৭৫ ওভার ব্যাটিং করতে পারলে বাংলাদেশের স্কোর অনায়াসে সাড়ে পাঁচশ থেকে ছয়শ রানে গিয়ে ঠেকবে। সেটা করতে পারলে এই টেস্ট আয়ারল্যান্ডের জয়ের আশা করার সুযোগ থাকবে না। কারণ, তৃতীয় দিনের শেষ বেলা কিংবা চতুর্থ দিন সকাল থেকে উইকেট ভাঙতে শুরু করবে। অপেক্ষায় আছে বাংলাদেশের তিন স্পেশালিস্ট স্পিনার।

চতুর্থ দিনের শেষ বেলাতে আয়ারল্যান্ডকে ১০ থেকে ১৫ টা ওভার ব্যাটিং করার সুযোগ দিতে হবে, সেখান থেকে দুই-তিনটা উইকেট বের করে ফেলতে পারলে ম্যাচের চালকের আসনে থাকবে বাংলাদেশই। সেটা করতে পারলে চতুর্থ দিনেই ম্যাচ থেকে ফলাফল বের করে আনা সম্ভব।

Share via
Copy link