লঙ্কা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়

সাদা বলের ক্রিকেটে আজকাল তিনি বাংলাদেশের মিডল অর্ডারে ভরসার নাম। এবার তাঁর সুনাম ছড়িয়ে যাচ্ছে দেশের বাইরেও। লঙ্কা প্রিমিয়ার লিগ  (এলপিএল) থেকে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়।

জাফনা দল থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তাসকিন। তবে, এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

জাফনা দলে আগে থেকেই আছেন রহমানুল্লাহ গুরবাজ, ডেভিড মিলার, ক্রিস লিন, শোয়েব মালিক কিংবা জামান খানের মত বিদেশিরা। গেল আসরে এই দলের হয়েই খেলেন বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টিতে সামর্থ্যের জানান দিয়েই জাতীয় দলে ডাক পান হৃদয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গেল আসরের রানার আপ দল সিলেট স্ট্রাইকার্সের অন্যতম নায়ক ছিলেন তিনি।

এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। খেলা না থাকলেও এ সময় চলবে বিসিবির ক্যাম্প। বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে। ক্যাম্প হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আর এখানে হৃদয়ের থাকাটাকে জরুরিই মনে করার কথা টিম ম্যানেজমেন্টের।

যদিও, এশিয়া কাপের একটা বড় অংশ এবার হবে শ্রীলঙ্কায়। ফলে, আগে থেকেই শ্রীলঙ্কায় থাকলে সেটা হৃদয়ের জন্য বাড়তি পাওয়া। ফলে, এক্ষেত্রে শিথিলতা দেখাতেও পারে বিসিবি।

জানিয়ে রাখা ভাল, জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান খেলবেন গল গ্লাডিয়েটর্সের হয়ে। একই দলে আছেন মোহাম্মদ মিঠুনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link