আল হিলালের অবিশ্বাস্য প্রস্তাব এমবাপ্পের দুয়ারে

মধ্যপ্রাচ্যের ক্লাবটি ইতোমধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব করেছে। কিলিয়ান এমবাপ্পেকে তারা বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরো দিতে রাজি, এমনকি ফরাসি জায়ান্টদের ট্রান্সফার ফি হিসেবেও সমপরিমাণ অর্থ দেয়া হবে।

অবিশ্বাস্য, বিস্ময়কর নাকি পাগলামি – সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল কিলিয়ান এমবাপ্পেকে নিতে আগ্রহী এমন খবর আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যার বয়স মাত্র ২৪, যার এখনো ইউরোপীয় ফুটবলে অনেক কিছু জেতা বাকি সেই কিলিয়ান এমবাপ্পের জন্য রেকর্ড পরিমাণ ইউরোর প্রস্তাব দিয়ে পুরো ফুটবল বিশ্বকেই বড় সড় চমক উপহার দিয়েছে আল হিলাল।

মধ্যপ্রাচ্যের ক্লাবটি ইতোমধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব করেছে। কিলিয়ান এমবাপ্পেকে তারা বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরো দিতে রাজি, এমনকি ফরাসি জায়ান্টদের ট্রান্সফার ফি হিসেবেও সমপরিমাণ অর্থ দেয়া হবে। আপাতত পিএসজির সাথে এসব নিয়ে দর কষাকষি করতেও প্রস্তুত আল হিলাল।

আল হিলালের প্রস্তাবটি এখনি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি আর্থিক মূল্যের; সামনে এই অর্থের পরিমাণ আরো বাড়তে পারে। আবার এই প্রস্তাবে রিয়াল মাদ্রিদের জন্যও রয়েছে বিশেষ শর্ত। মূলত দুই বছরের চুক্তি হলেও ২০২৪ সালে, অর্থাৎ এক বছর পরেই এমবাপ্পে চাইলে আল হিলালকে বিদায় বলে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন; তবে এই শর্ত অন্য কোন ক্লাবের জন্য প্রযোজ্য নয়।

বর্তমানে পিএসজির সাথে কিলিয়ান এমবাপ্পের চুক্তি প্রায় শেষের দিকে, নতুন করে চুক্তির মেয়াদ না বাড়ালে ২০২৪ সালের জুনে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। স্বাভাবিকভাবেই এমন একজনকে ফ্রি-তে যেতে দিবে না কোন ক্লাব-ই, তাই পিএসজি এই গ্রীষ্মেই তাঁকে বিক্রি করে দিতে চায়। এমনকি প্রি-সিজন ক্যাম্পেও বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে রাখেনি টিম ম্যানেজম্যান্ট।

এতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদ-ই কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য দৌড়ঝাঁপ করে যাচ্ছিল। সম্প্রতি আর্সেনাল, টটেনহ্যামের মত প্রিমিয়ার লিগের ক্লাবও আগ্রহী হয়ে উঠেছে তাঁর ব্যাপারে। তবে প্রায় সবারই বিশ্বাস, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুই হবে এই স্ট্রাইকারের ভবিষ্যৎ গন্তব্য। কিন্তু আল হিলালের প্রস্তাব বদলে দিয়েছে দৃশ্যপট, ঘটতে পারে যেকোনো কিছুই।

বিশাল অংকের অর্থের প্রলোভন তো আছেই, সেই সাথে এক বছর পর রিয়াল মাদ্রিদে আসার সুযোগ থাকায় সৌদি ক্লাবটির কথা ভাবতে পারেন কিলিয়ান এমবাপ্পে। বিশেষ করে এই এক বছর পিএসজিতে থাকার চেয়ে সৌদি আরবের ফুটবলের স্বাদ নেয়া বেশি উপভোগ্য মনে হতে পারে তাঁর কাছে। যদিও এখন পর্যন্ত কোন আলোচনা হয়নি এমবাপ্পে শিবিরে।

করিম বেনজেমা ইতোমধ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে। তাঁর রেখে যাওয়া নয় নাম্বার জার্সি কিলিয়ান এমবাপ্পেকে দিতে চায় স্প্যানিশ ক্লাবটি। এমবাপ্পে নিজেও হয়তো সেটা চান, কিন্তু তাঁর অর্থের প্রতি লোভ বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

গত বছরও বড় অংকের প্রস্তাব পাওয়ায় রিয়ালে না গিয়ে চুক্তি নবায়ন করেছিলেন তিনি। আর এবার তো সুযোগ আছে অবিশ্বাস্য অংকের বেতন আর নানাবিধ বিলাসি সুবিধা পাওয়ার। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমার মত কিংবদন্তিরা আছেন সৌদি প্রো লিগে।

এনগোলো কান্তে, রুভেন নেভেসের মত এক ঝাঁক তারকাও যোগ দিয়েছেন তাঁদের সাথে। এবার কি তবে কিলিয়ান এমবাপ্পের নামও জুড়ে যাবে লিগটির সঙ্গে – জানতে হলে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন কেননা নাটকীয় এই ট্রান্সফার উইন্ডোতে ফুটবলারদের সিদ্ধান্তের মতিগতি বোঝা দায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...