সতীর্থ রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে যতটা না আলোচনা হয় ক্রিকেট মহল, তাঁকে নিয়ে ততটা হয়না। এটা সত্য, তবে তাতে কি ? ভাটা পড়েনি ইব্রাহীম জাদরানের কোনো পারফর্ম্যান্সে। ডান হাতি এই আফগান ব্যাটার নীরবে খেলে যাচ্ছেন বিধ্বংসী ইনিংস।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ডার্ক হর্স ধরা হয়েছিল আফগানিস্তানকে। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সেমিফাইনাল খেলার দাবিদার হিসেবে ঘোষনা দিয়েছিল দেশটির উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। নিউজিল্যান্ডেকে হারিয়ে সুপার এইটে উঠে যেন তারই প্রতিফলন দেখিয়েছেন আফগান ক্রিকেটাররা।
আফগানিস্তানের ব্যাটিংয়ের অন্যতম দুই কারিগর উদ্বোধনী ব্যাটার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বোলিং শক্তির আফগানিস্তানের ব্যাটিংয়ে ভরসার প্রতীক এই দুই ব্যাটার। চলতি আসরে দূর্দান্ত ফর্মে আছেন ইব্রাহিম জাদরান। প্রায় প্রতি ম্যাচে সতীর্থ ব্যাটার গুরবাজকে নিয়ে ইনিংস দীর্ঘ করেছেন তিনি।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই আফগানিস্তানের। তাই ভারতের বিপক্ষে একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে আসা হজরতউল্লাহ জাজাইকে সরিয়ে আবারও নিজের আসন ফিরে পান ইব্রাহিম জাদরান।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও নিজের ব্যাটিং শৈলীর পরিচয় দেন তিনি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ১৪৮ রানের লড়ুকে রান সংগ্রহের তাঁর করা অর্ধশত রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুরু থেকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন ইব্রাহিম। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বাউন্ডারি হাকান তিনি৷ তবে পাওয়ার প্লের শেষ ওভারে অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্সকে পরপর দুইটি বাউন্ডারি হাকিয়ে ইনিংসের নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। এরপর গুরবাজকে সাথে নিয়ে রানের খাতা সচল রাখেন তিনি।
অস্ট্রেলিয়ান বোলারদের উপর চড়াও হতে না পারলেও নিজের উইকেট বিলিয়ে দেননি ডান হাতি এই আফগান ব্যাটার। চলতি আসরে দুই উদ্বোধনী ব্যাটার দূর্দান্ত ফর্মে থাকলেও মিডিল অর্ডার ব্যর্থতায় তাঁদের হারতে হয়েছে দুই ম্যাচ।
৪৬ বলে ৬ টি চারের সাহায্যে এই অর্ধশতক করার রাস্তায় গুরবাজের সাথে চলতি আসরে তৃতীয় শত রানের জুটি গড়েন তিনি।চলতি আসরে এটি ইব্রাহিম জাদরানের দ্বিতীয় অর্ধশতক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে প্রথম অর্ধশতক হাঁকান আফগান এই ব্যাটার।
সেই ম্যাচে ৪৬ বলে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের ম্যাচটিতেও ৪৪ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন জাদরান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানের এই ইনিংসে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।