জাদেজা-জুরেল, সেঞ্চুরিতে সেতুবন্ধন ভারতীয় উদাহরণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৮৬ রানে এগিয়ে আছে ভারত। কিন্তু তার থেকেও বড় বিষয়, অভিজ্ঞতা আর তারুণ্যের এই সেতুবন্ধন।

রবীন্দ্র জাদেজা ফাইন ওয়াইন, বয়সের সাথে ক্রমশ পারফরমেন্সের ধার বেড়েছে তার। অন্যদিকে ধ্রুব জুরেল শুনিয়ে গেলেন নতুন দিনের গান। এই দুই ব্যাটারের ২০৬ রানের জুটির উপর দাঁড়িয়ে আহমেদাবাদ টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দুইজন নিজেদের ক্যারিয়ারের পাতায় যুক্ত করেছেন নতুন অধ্যায়।

টেস্ট ক্রিকেটের ভারতের পক্ষে সর্বাধিক ছক্কা হাকানোদের একজন এখন রবীন্দ্র জাদেজা। তার অবস্থান এখন তিন নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শতক হাঁকানো ইনিংসে তিনি ওভার বাউন্ডারি মেরেছেন পাঁচটি। আর তাতেই তার সর্বমোট ছক্কার সংখ্যা এখন ৮০টি।

শুধু শুধুই তো আর তাকে ওয়াইনের সাথে তুলনা করা হয়নি। সেই ২০১২ সালে ভারতের সাদা পোশাকটি গায়ে চড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা। প্রায় এক যুগ ছাড়ানো ক্যারিয়ারে, তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোট ছয়টি। আর ছয়টি সেঞ্চুরিই এসেছে তার ক্যারিয়ারের শেষভাগে। ২০১৮ সালে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রাজকোটে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

আর ঠিক তেমনভাবেই ধ্রুব জুরেলের প্রথম সেঞ্চুরির সাথেও যুক্ত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের নাম। ধ্রুব জুরেলের ক্যারিয়ার ব্যাপ্তি মোটে ছয় ম্যাচে। জাদেজার মত তাকে অবশ্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি তিন অংকের সেই ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে দেখতে। নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরিকেই সেঞ্চুরিতে রুপান্তরিত করেছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৮৬ রানে এগিয়ে আছে ভারত। কিন্তু তার থেকেও বড় বিষয়, অভিজ্ঞতা আর তারুণ্যের এই সেতুবন্ধন। একারণেই বরং ভারত হয়ে উঠছে ক্রিকেট বোর্ডের পরাশক্তি। অগ্রজদের যাওয়ার বেলায়, অনুজরা তৈরি হয়ে যান দায়িত্ব নেওয়ার জন্য।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link