এশিয়া কাপে কত টাকা জিতল ভারত?

এশিয়া কাপ শিরোপা জিতে কত টাকা পেল ভারত? ম্যাচসেরা সিরাজ কিংবা টুর্নামেন্ট সেরা কুলদ্বীপ যাদব, কত পেলেন?

এবারের এশিয়া কাপ ফাইনালটা ছিল বড্ড একপেশে। ভারত-শ্রীলঙ্কা মধ্যকার একতরফা ফাইনালে না ছিল কোনো জৌলুশ, না ছিল গ্যালারির উত্তেজনা।  তবে উত্তাপহীন ফাইনালে ছিল পুরস্কারের ছড়াছড়ি। শিরোপা জয়ী দল ভারত থেকে রানার্সআপ শ্রীলঙ্কা, এমনকি মাঠ কর্মীদেরও পকেটে গিয়েছে বিরাট অঙ্কের অর্থ।

এশিয়া কাপ ফাইনালিস্ট দুই দলের জন্য মোট প্রাইজমানি ছিল ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দেড় লাখ ডলার পেয়েছে ভারত। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকার মতো।

আর এশিয়া কাপ রানার্সআপ হিসেবে শ্রীলঙ্কা পেয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকার মতো।

দুই ফাইনালিস্ট ছাড়া ফাইনালে অবশ্য প্রাইজমানি ছিল টুর্নামেন্ট সেরা ও ম্যাচসেরার জন্য। ফাইনালে ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৫ হাজার ডলার। যদিও তিনি সেই অর্থের পুরোটাই বিলিয়ে দিয়েছেন মাঠ কর্মীদের হাতে।

আর পুরো টুর্নামেন্টে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন কুলদ্বীপ যাদব। টুর্নামেন্ট সেরার পুরস্কার স্বরূপ ভারতীয় এ স্পিনার পেয়েছেন ১৫ হাজার মার্কিন ডলার।

তবে লঙ্কানদের বৈরী আবহাওয়ায় এবার এশিয়া কাপ জুড়েই ব্যস্ততায় কেটেছে স্টেডিয়ামের মাঠকর্মীদের। আর তাই এসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের প্রাপ্য সম্মান দিতে ভুল করেনি। মাঠকর্মীদের জন্য দেওয়া হয়েছে ৫০ হাজার ডলার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...