টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ভারতের সম্ভাব্য একাদশ

হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৮ জুন বহুল প্রতিক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনুষ্ঠিত হবে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই প্রস্তুত নিজেদের সেরাটা তুলে ধরতে। ফাইনাল খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌছেছে নিউজিল্যান্ড। ভারত দলও দিন গুনছে ইংল্যান্ডে যাওয়ার।

এর মধ্যে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালের দল ঘোষণা করেছে ভারত। তবে ফাইনাল ম্যাচের একাদশ কি হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। বিরাট কোহলির শক্তিশালি দলে একাদশে সু্যোগ পাওয়া এক বিশাল চ্যালেঞ্জ। এছাড়াও একাদশ নির্ভর করবে পিচ, কন্ডিশন ও ভারতের পরিকল্পনার উপর।

সেক্ষেত্রে তিন রকমের পরিকল্পনা থাকতে পারে বিরাটের দলের। এক্ষেত্রে তিন রকমের ভিন্ন তিনটি একাদশ গঠন করা যায়। কেমন হবে সেগুলো? চলুন দেখে নেই।

  • তিন পেসার ও দুই স্পিনার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই সবচেয়ে বেশি ভারতের। সেক্ষেত্রে রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা দুজনকেই দেখা যাবে একাদশে। এছাড়া জাদেজা সাত নম্বর পজিশনে নিয়মিত রানও পাচ্ছে।

সেক্ষেত্রে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করা অক্ষর প্যাটেল হয়তো ছিটকে যাবেন একাদশ থেকে। এছাড়া ওপেনিং এ রোহিত শর্মার সাথে কে নামবেন সেটিও একটি বড় প্রশ্ন। তবে মায়াঙ্ক আগারওয়াল নিউজিল্যান্ডের বিপক্ষে রান না পাওয়ায় হতো শুভমান গিলই এগিয়ে থাকবেন।

সেক্ষেত্রে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

  • চার পেসার ও এক স্পিনার

ইংল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে চার পেসার নিয়েও মাঠে নামতে পারে ভারত। সেক্ষেত্রে পিচ কেমন হবে সেটির উপরই নির্ভর করবে একাদশ। মোহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শার্মা নিশ্চিত ভাবেই খেলছেন। সেক্ষেত্রে এই তিন পেসারের সাথে যুক্ত হতে পারে মোহম্মদ সিরাজ বা শারদুল ঠাকুর।

দুজন পেসারই অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন। শারদুল ঠাকুর ব্যাটিং ভারতের ব্যাটিং লাইন আপকে আরো গভীর করতে পারে।  তবে সাম্প্রতিক পারফর্মেন্সের জন্য হয়তো মোহম্মদ সিরাজ কিছুটা এগিয়ে থাকবেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), রবীচন্দন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, মোহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

  • তিন পেসার ও এক স্পিনার

এটি ভারতের বোলিং আক্রমণকে দুর্বল করে দিলেও ইংল্যান্ডের কন্ডিশনকে মাথায় রেখে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামতে পারে ভারত। এক্ষেত্রে একজন বাড়তি ব্যাটসম্যানকে খেলাতে পারবে ভারত। তবে বিরাট নিশ্চই চাইবেন নিউজিল্যান্ডের ২০ উইকেট নেয়ার জন্য একটি শক্তিশালি বোলিং লাইন আপ রাখতে। তাই চারজন বোলার নিয়ে মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

রোহিত শর্মার সাথে শুভমান গিল ওপেন করলে ভারতের একাদশে প্রথম ৬ জন ব্যাটসম্যানকে নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। সেক্ষেত্রে সাত নম্বরে একজন ব্যাটসম্যানকে আনতে পারে ভারত। ফলে একজন বোলারের পরিবর্তে সাত নম্বরে হনুমা বিহারি কিংবা লোকেশ রাহুলকে খেলাতে পারে ভারত।

হনুমা বিহারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছিলেন। ওদিকে পরীক্ষিত টেকনিক্যাল ব্যাটসম্যান লোকেশ রাহুলকে বেঁছে নিতে পারে ভারত।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষাভ পান্ত(উইকেটরক্ষক), লোকেশ রাহুল, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link