কানপুরে জবাব পাচ্ছে ভারত

প্রথম ইনিংসে ভারতের করা ৩৪৫ রানের পর নিজেদের প্রথম ইনিংসে বেশ শক্ত অবস্থানেই আছে নিউজিল্যান্ড। বল হাতে টিম সাউদির দাপটের পর টম ল্যাথাম ও উইল ইয়ঙের জোড়া ফিফটিতে দ্বিতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে বেশ ভালো অবস্থানেই আছে নিউজিল্যান্ড। ইয়ঙ-ল্যাথামের ব্যাটে দ্বিতীয় দিনশেষে বিনা উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে ব্ল্যাকক্যাপরা।

আগের দিনের ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। দলীয় রান ৮ যোগ করতেই ব্যক্তিগত ৫০ রানে আউট রবীন্দ্র জাদেজা! এরপর দ্রুতই ফিরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও। একপ্রান্ত আগলে রেখে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আইয়ার। সেঞ্চুরির পরই দ্রুত ফিরে যান আইয়ার! টিম সাউদির বলে বোল্ড হওয়ার আগে অভিষেক ইনিংসে ১০৫ রান করেন শ্রেয়াস।

আইয়ারের পর অক্ষরও ফিরেন দ্রুতই! ৩১৩ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে তখন ভারত। এরপর রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভার‍ত। নবম উইকেটে উমেশ যাদবের সাথে ২৬ রান যুক্ত করে দলকে শক্ত অবস্থানে নিতে চেষ্টা করেন অশ্বিন। তবে দলীয় ৩৩৯ রানে ব্যক্তিগত ৩৮ রানে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে অশ্বিন ফিরলে আর ৬ রান যোগ করতে ৩৪৫ রানেই গুড়িয়ে যায় ভারত।

দলের পক্ষে আইয়ার সর্বোচ্চ ১০৫ ও ঋষাভ পান্ত করেন ৫০ রান। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি একাই শিকার করেন পাঁচ উইকেট। এছাড়া কাইল জ্যামিসন ৩ ও এজাজ প্যাটেল শিকার করেন ২ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের পাত্তাই দেয়নি নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ঙ। শুরু থেকেই বেশ দৃঢ়তার সাথে ব্যাট করে এই দুই ওপেনার।দু’জনে দুই প্রান্ত আগলে রেখে তুলে নেন অসাধারণ দুই ফিফটি।

দ্বিতীয় দিনশেষে দু’জনে জোড়া হাফ সেঞ্চুরিতে বিনা উইকেটেই ১২৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। উমেশ যাদন, অশ্বিন, অক্ষররা শিকার করতে পারেননি দুই ওপেনারের একজনকেও।  প্রথম ইনিংসে ২১৬ রানে পিছিয়ে আছে ব্ল্যাকক্যাপসরা। বলতে গেলে কানপুর টেস্টের চাবি এখন নিউজিল্যান্ডের হাতেই।

  • সংক্ষিপ্ত স্কোর

(প্রথম ইনিংস) ভারত – ৩৪৫/১০ (১১১.১ ওভার); আইয়ার ১০৫ (১৭১), শুভমান গিল ৫২ (৯৩), জাদেজা ৫০ (১১২) ; সাউদি ২৭.৪-৬-৬৯-৫, ২৩.২-৬-৯১-৩, ২৯.১-৭-৯০-২।

(প্রথম ইনিংস) নিউজিল্যান্ড – ১২৯/০ (৫৭ ওভার); উইল ইয়ঙ* ৭৫(১৮০), টম ল্যাথাম ৫০*(১৬৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link