পর্দা উঠতে যাচ্ছে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। ১৮ জুন সাউদাম্পটনের রোজ বোলে মাঠে নামবে বর্তমান সময়ের অন্য দুই পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ড। সাম্প্রতিক ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স আর কন্ডিশন বিবেচনায় নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও, পিছিয়ে নেই ভারত৷ অভিজ্ঞতা আর সেরাদের নিয়ে মাঠে নামবে দক্ষিণ এশিয়ার এই পরাশক্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অজিদের মাঠেই ঐতিহাসিক জয় এরপর ইংল্যান্ড বধ – সব মিলিয়ে বেশ উড়ন্ত ফর্মেই আছে ভারত।
ভারতের একাদশ কেমন হবে? – সেই নিয়েও চলছে জল্পনা-কল্পনা। চলুন একাদশের ব্যাপারে একটা ধারণা নেওয়া যাক।
- রোহিত শর্মা
গত দুই বছরে সাদা পোশাকে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ওপেনিংয়ে নিজের জায়গা পাঁকা করে নিয়েছেন রঙিন পোশাকের অন্যতম সেরা এই খেলোয়াড়। ২০১৯-২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭ ইনিংসে ৬৪.৩৭ গড়ে রোহিত করেছেন ১০৩০ রান। আসন্ন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জন্য ওপেনিংয়ে অন্যতম ভরসা থাকবেন রোহিত৷
- শুভমান গিল
২১ বছর বয়সী এই তরুণ ওপেনার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েই নিজের প্রতিভা জানান দিয়েছেন। মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ বাদ পড়ায় সুযোগ পান গিল। সেখানে ৬ ইনিংসে ২৫৯ রান করেন এই তরুন তুর্কি। ইংলিশদের বিপক্ষে খুব ভালো কিছু করতে না পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তাঁকে।
- চেতেশ্বর পুজারা
তিন নম্বরে নিশ্চিত ভাবেই ভারতীয় দলের সাদা পোশাকের অন্যতম সেরা ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা থাকবেন। বিশেষভাবে ইংলিশ কন্ডিশনে পুজারার অভিজ্ঞতা বেশ কাজে দিবে ভারতের জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ সিরিজে ৪ ম্যাচে ২৭১ রান করেন তিনি যা ছিলো ভারতের সর্বোচ্চ। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যানের উপর দায়িত্বটা একটু বেশিই থাকবে।
- বিরাট কোহলি (অধিনায়ক)
ভারতীয় দলের অধিনায়ক থাকবেন এই পজিশনে। গত দুই বছর ধরে তার ব্যাটে দেখা নেই সেঞ্চুরির! তবে রান খরায় ছিলেন না তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জিততে তার ব্যাট থেকে বড় কিছুই দেখতে চাইবে দল। যদিও সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৬ ইনিংসে মাত্র ১৭২ রান করেছিলেন তিনি। তবু ভারতীয় ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকবেন তার ব্যাটের দিকেই। এর আগেও দলের প্রয়োজনে সবসময়ই হেসেছে তার ব্যাট!
- আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক)
২০১৯-২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে ছিলেন ভারতের পক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান। ২৮ ইনিংসে ৪৩.৮০ গড়ে করেছেন ১০৯৫ রান! ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান নিউজিল্যান্ডের জন্য হতে পারেন ভয়ের কারণ। তাকে আটকাতে হয়তো আলাদা পরিকল্পনাই করবে কিউইরা
- ঋষাভ পান্ত (উইকেটরক্ষক)
বর্তমানে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে সফল এবং সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হচ্ছেন রিশভ পান্ত। ইতিমধ্যেই টেস্ট ফরম্যাটেও নিজের সেরাটা দিয়ে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ইনিংসে ৬৮.৫০ গড়ে ২৭৪ রান করেন তিনি! তার দূর্দান্ত ব্যাটিংয়ে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ছয়ে অবস্থান করছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর কাছ থেকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান আশা করবেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।
- রবিন্দ্র জাদেজা
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন রবীন্দ্র জাদেজাও। ব্যাট হাতে শেষ দিকে ঝড়ো ইনিংস আর তার বোলিং ঘূর্ণি কিউইদের জন্য হতে পারে সমস্যার কারণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ইনজুরিতে পড়ায় তার জায়গায় সুযোগ পান ওয়াশিংটন সুন্দর। তবে তিনি এখন ফিট থাকায় একাদশে প্রায় অটো চয়েজ হিসেবেই খেলবেন। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতের ব্যাটিং লাইনআপে আলাদা শক্তি যোগ করবে।
- রবিচন্দন অশ্বিন
২০১৯-২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি রবিচন্দ্রন অশ্বিন থাকবেন এই পজিশনে। ১৩ ম্যাচে ৬৭ উইকেট নিজের নামে করেছেন এই অভিজ্ঞ অফস্পিনার। ইংল্যান্ডের মাটিতে কতটা স্পিন ধরবে সেটা হয়তো সময়ই বলে দিবে! তবে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার ভারতের হয়ে ফাইনালে তুরুপের তাস হতে পারেন।
- ইশান্ত শর্মা
ভারতের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেস বিভাগে সবচেয়ে অভিজ্ঞ বোলার হিসেবে থাকবেন ইশান্ত শর্মা। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজের শততম টেস্ট খেলা যদিও এই পেসার ইংলিশদের বিপক্ষে ২৬.৬৭ গড়ে মাত্র ৬ উইকেট শিকার করেন। তবে ইংল্যান্ডের মাটিতে কিউদের বিপক্ষে গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। ৩২ বছর বয়সী এই পেসার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় পেস বিভাগকে নেতৃত্ব দিবেন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শর্মা চাইবেন সেরাটা উজাড় করে দিতে৷
- মোহাম্মদ শামি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়ে খেলতে পারেননি পুরো সিরিজ। এরপর ২০২১ আসরের আইপিএলে ফিরেন তিনি। দুই দিকেই বল স্যুইং করাতে পারা এই দক্ষ পেসার কিউইদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে যথেষ্ট যোগ্য। তার পেস এবং স্যুইং বিপদে ফেলতে পারে কিউই ব্যাটসম্যানদের। অবশ্য এই জায়গায় বিবেচনায় আছেন আরেক তরুণ পেসার মোহাম্মদ সিরাজও। তবে শেষ পর্যন্ত কন্ডিশন ও অভিজ্ঞতার বিচারে হয়তো টিকে যাবে মোহাম্মদ শামি।
- জাসপ্রিত বুমরাহ
বর্তমানে ভারতের হয়ে তিন ফরম্যাটেই অন্যতম সেরা পেসার জাসপ্রেত বুমরাহ। টেস্ট ফরম্যাটেও তিনি বেশ দূর্দান্ত ফর্মে আছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য আতংকের কারণ হতে পারেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসার৷
সব মিলিয়ে বেশ শক্তিশালী একটা একাদশ নিয়েই মাঠে নামবে ভারত। অপরদিকে, কিউইদের একাদশেও আছে অভিজ্ঞতা আর সেরাদের আধিপত্য। সবমিলিয়ে দারুণ এক ম্যাচের আশা করাই যায়। শেষ হাসিটা কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।