নতুন বছরের ক্যালেন্ডারে পা রেখেই ব্যস্ত সময়সূচির মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৬ সাল জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় সব রঙই দেখা যাবে। ঘরের মাঠে সিরিজ, বিদেশ সফর, বিশ্বকাপের উত্তাপ, আইপিএলের ঝলক এবং একাধিক পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হওয়া এই বছর শেষ হবে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দ্বৈরথে।
জানুয়ারিতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ১ম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি, ২য় ম্যাচটি ১৪ জানুয়ারি এবং শেষ ওয়ানডে ম্যাচটি ১৮ জানুয়ারি।
১ম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। দুই দিন অন্তর অন্তর ২য় ও ৩য় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ জানুয়ারি। ২৮ জানুয়ারি সিরিজের ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচ এবং ৩১ জানুয়ারি সর্বশেষ ম্যাচটি আয়োজিত হবে।

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ মানেই বাড়তি প্রত্যাশা ও চাপ। স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকছে বর্তমান চ্যাম্পিয়নদের দিকে।
২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬। এই সময়জুড়ে ভারতের আন্তর্জাতিক সূচিতে কার্যত বিরতি থাকবে।
জুন মাসে আফগানিস্তানকে আতিথ্য দেবে ভারত। এই সংক্ষিপ্ত সফরে একটি টেস্ট এবং তিনটি ওডিআই খেলার কথা রয়েছে। ম্যাচের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে সুরিয়া-বিরাটরা। জুলাইয়ের প্রথম দিন চেস্টার-লে-স্ট্রিটে ১ম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে গত দুই আসরের চ্যাম্পিয়ন দল। পরবর্তী ম্যাচ যথাক্রমে ৪ জুলাই ম্যানচেস্টারে, ৭ জুলাই নটিংহ্যামে, ৯ জুলাই ব্রিস্টলে ও ১১ জুলাই সাউদাম্পটনে। ১৪ জুলাই বার্মিংংহামে বছরে প্রথমবারের মতো ঘরের বাইরে মাঠে নামবে বিরাট-রোহিতেরা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি কার্ডিফে, ১৬ জুলাই। এবং সবশেষ ১৯ জুলাই ঐতিহাসিক লর্ডসে ৩য় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সিরিজের ইতি ঘটবে।
আগস্টে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সূচি ও ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। পূর্বে স্থগিত হওয়া ভারতের বাংলাদেশ সফরটি সেপ্টেম্বরে আয়োজিত হওয়ার কথা। এই সফরে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে।
সেপ্টেম্বর-অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। বিস্তারিত সূচি এখনও নিশ্চিত নয়। এই সময়ের মধ্যে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ইভেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বছরের শেষ ভাগে নিউজিল্যান্ডে দীর্ঘ সফরে যাবে ভারত। এই সফরে থাকবে তিন ফরম্যাটেরই লড়াই। ম্যাচভিত্তিক সূচি এখনো প্রকাশিত হয়নি। ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ হবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ দিয়ে।










