আইয়ার ঝড়ে সিরিজ ভারতের

শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজার দাপুটে ইনিংসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিক ভারত।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও দানুশকা গুনাথিলাকা মিলে ওপেনিং জুটিতে গড়েন ৬৮ রান। দলীয় ৬৭ রানে গুনাথিলাকা ফিরলে ছন্দপতন হয় লঙ্কানদের চারিথ আসালাঙ্কা, কামিল মিশারা দ্রুত ফিরলে চাপে পড়ে লঙ্কানরা। ৭৬ রানে তখন তিন উইকেট নেই শ্রীলঙ্কার। চতুর্থ উইকেটে দীনেশ চান্দিমালের সাথে ভীত গড়েন নিসাঙ্কা। দু’জনে মিলে গড়েন ২৬ রানের জুটি। দলীয় ১০২ রানে চান্দিমাল ফিরলেও একপ্রান্তে থিতু নিসাঙ্কা।

একপ্রান্ত আগলে রেখে নিসাঙ্কা তুলে নেন ব্যক্তিগত ফিফটি। নিসাঙ্কার পাশাপাশি দাসুন শানাকার ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে লঙ্কানরা। শেষ পর্যন্ত নিসাঙ্কা ৫৩ বলে ৭৫ রানে ফিরলেও শানাকার ১৯ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে লঙ্কানরা।

১৮৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। দ্রুতই ফিরেন ঈশান কিষাণও। ৪৪ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান শ্রেয়াস আইয়ার ও সাঞ্জু স্যামসন। চাপের মুখে থাকা ভারতের হাল ধরেন এই দুই তরুন তারকা। তৃতীয় উইকেটে দু’জনে মিলে গড়েন ৪৭ বলে ৮৪ রানের দুর্দান্ত জুটি! আইয়ার তুলে নেন অসাধারণ এক ফিফটি। এই দু’জনের ঝড়ো ব্যাটিংয়েই জয়ের ভীত পায় ভারত। দলীয় ১২৮ রানে ব্যক্তিগত ২৫ বলে ৩ ছক্কা ও ২ চারে আউট হন স্যামসন। কিন্তু এরপরই শুরু হয় জাদেজার ব্যাটিং ঝড়! জাদেজার ১৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রানের ক্যামিও ও শ্রেয়ার আইয়ারের অপরাজিত ৪৪ বলে ৭৪ রানের দাপুটে ইনিংসে ২৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভার‍ত।

আইয়ার-জাদেজার ব্যাটে দুর্দান্ত এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিলো ভারত।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা – ১৮৩/৫ (২০ ওভার); নিসাঙ্কা ৭৫(৫৩), শানাকা ৪৭(১৯)*, গুনাথিলাকা ৩৮(২৯); বুমরাহ ৪-০-২৪-১, চাহাল ৪-০-২৭-১, ভুবনেশ্বর ৪-০-৩৬-১।

ভারত – ১৮৬/৩ (১৭.১ ওভার); শ্রেয়াস ৭৪(৪৪)*, জাদেজা ৪৫(১৮)*, স্যামসন ৩৯(২৫); কুমারা ৩-০-৩১-২, চামিরা ৩.১-০-৩৯-১।

ফলাফলঃ ভারত ৭ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link