২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে না বলে জানিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই পাকিস্তানের পরিবর্তে তাঁদের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা দুবাইয়ে স্থানান্তর করার জন্য আইসিসিকে অনুরোধ করার পরিকল্পনা করেছে।
রাজনৈতিক সম্পর্কের কারণে ২০০৮ সালের পর ভারত পাকিস্তানে কোনো সফর করেনি। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়েছেল ২০১২-১৩ সালে। সেই সিরিজটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এরপর শুধু আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপেই মুখোমুখি হয়েছিল এই দুই দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে তাঁদের সবগুলো ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল। যদিও শুরু থেকেই বিসিসিআই পাকিস্তান সফরে আগ্রহী ছিল না। মে মাসে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে ভারত সরকার আমাদের যা করতে বলবে আমরা তাই করব। ভারত সরকার অনুমতি দিলেই আমরা আমাদের দল পাঠাব। তাই ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যাব।’
গত বছর এশিয়া কাপের আসর পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল। তবে হাইব্রিড মডেলে ভারত তাঁদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলে থাকে। যেখানে তাঁরা চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান একটি হাইব্রিড পদ্ধতির পরামর্শ দিলেও, ধারাণাটি কখনই বিবেচনা করা হয়নি।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ১৯৯৬ সালের পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বড় কোনো ক্রিকেট ইভেন্ট। ১৯৯৬ সালে শেষ ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল পাকিস্তান।
এই টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারী থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে, যেখানে ১০ মার্চ একটি রিজার্ভ ডে রয়েছে। ম্যাচগুলো লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে ভারত তাঁদের সকল ম্যাচ লাহোরে খেলত। তবে বিসিসিআই এর সিদ্ধান্তের পর ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে বিকল্প কোনো পরিকল্পনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের।