বয়স লুকানোর বিপদ

ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় একবার এর তীব্র সমালোচনা করেছিলেন। ভারতের ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে বেশ কঠোর। বয়স লুকানোর দায়ে কয়েকজন ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধও করেছে তাঁরা।

আধুনিক ক্রিকেটে বয়স বেশ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আজকাল ঘরোয়া ক্রিকেটে অনেক ক্রিকেটারকেই বয়স লুকাতে দেখা যায়। বয়সভিত্তিক ক্রিকেটে যা এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কারণে বয়স ভিত্তিক দলের অনেক ক্রিকেটার প্রতিভা থাকার পরেও বাদ পড়ে যেতে পারেন।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় একবার এর তীব্র সমালোচনা করেছিলেন। ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও এই ব্যাপারে বেশ কঠোর। বয়স লুকানোর দায়ে কয়েকজন ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধও করেছে তাঁরা। বয়স লুকানোর দায়ে শাস্তি পাওয়া ভারতের সেইসব ক্রিকেটারদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • প্রিন্স রাম নিবাস যাদব

দিল্লির ক্রিকেটার রাম নিবাস বয়স লুকানোর দায়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। ২০১৮১৯ মৌসুমে অনূর্ধ্ব১৯ দলের হয়ে খেলেন তিনি। ২০১৯২০ সালেও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলতে গেলে বিপাকে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে পরে বয়স লুকানোর অভিযোগ প্রমাণিত হয়। শেষে দুই বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

  • আঙ্কিত বাওনে

ভারতের আরেক সম্ভাবনাময় ক্রিকেটার আঙ্কিত বাওনে। ভারত অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছিল তাঁকে। তবে পরে শেষ মুহূর্তে তাঁকে নিষিদ্ধ করা হয়। জানা যায় তিনিওঅফিশিয়ালি’ তাঁর বয়স কমিয়েছিলেন খেলার জন্য। তাঁর আসল জন্ম তারিখ সেপ্টেম্বর ১৯৯২ হলেও রেকর্ডে ছিল ১৭ ডিসেম্বর ১৯৯২। ফলে আর অধিনায়কত্ব করা হয়নি তাঁর।

  • রাশিখ সালাম

জাম্মু কাশ্মীরের প্রতিভাবান পেস বোলার রাশিখ সালাম। ২০১৯ সালের আইপিএলেও মুম্বাইয়ের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। ইতোমধ্যে প্রথম শ্রেণি লিস্ট ম্যাচও খেলেছেন তিনি। তবে আইপিএল খেলার এক মাস পরেই তিনিও বয়সের ফাঁদে পড়েন। এই ক্রিকেটারও বয়স লুকানোর দায়ে হয়েছিলেন নিষিদ্ধ।

  • মাঞ্জোত কারলা

ভারতের ক্রিকেটে মাঞ্জোত কারলা এক পরিচিত নাম। ২০১৮ সালের অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করে পরিচিত হয়ে উঠেছিলেন। তবে পরে জানা যায় তিনিও তাঁর বয়স লুকিয়েছিলেন এক বছর। এই কারণে ২০১৯ সালে নিষিদ্ধ হন তিনিও।

  • নিতিশ রানা

ভারতের ক্রিকেটে এক প্রতিভাবান নাম নিতিশ রানা। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই অভিষিক্ত হয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আস্থার নাম তিনি। কলকাতার হয়ে খেলেছেন দারুণ সব ইনিংস। তবে ২০১৫ সালে তিনিও বয়স লুকানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে তাঁকে নিষিদ্ধও করেছিল বিসিসিআই। তখন, অবশ্য আজকের দিনের মত তারকা বনে যাননি নিতিশ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...