ভারতের বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ শুরুর আর দিন দশেকও বাকি নেই। কিন্তু এখন পর্যন্ত নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি ভারত। তবে শেষ খবর বলছে, এশিয়া কাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করতে শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছে অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি। আর সেই দল নির্বাচন প্রক্রিয়ায় থাকবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়।

মূলত একাধিক ক্রিকেটারের ইনজুরিজনিত ইস্যুর কারণে স্কোয়াড নির্বাচনে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় দ্বিধান্বিত টিম ইন্ডিয়া। এর মধ্যে টিম ম্যানেজমেন্টের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে আছে মিডল অর্ডারে ব্যাটিং সমস্যা। ইনজুরির কারণে শেষ চার মাস মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুল।

যদিও এই দুই ব্যাটার এরই মধ্যে মাঠের ফেরার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি ক্রিকেট গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, শ্রেয়াস আইয়ার তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় একটি ওয়ার্মআপ ম্যাচে ৩৮ ওভার ব্যাটিং ও ৫০ ওভার ফিল্ডিং করেছেন।

তাই ম্যাচ ফিটনেস নিয়ে আইয়ারকে নিয়ে তেমন সন্দেহের অবকাশ নেই। তারপরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ ব্যাটারের দীর্ঘ বিরতি ভারতের নির্বাচক কমিটিকে বেশ ভাবাচ্ছে। তাই এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তাঁরা।

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটি দলের বিশ্বকাপ স্কোয়াড জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। অবশ্য ২৭ সেপ্টেম্বরের আগে তা পরিবর্তন করারও সুযোগ থাকছে দলগুলোর জন্য। কিন্তু ঐ সময়কালে ভারত ব্যস্ত থাকবে এশিয়া কাপ নিয়ে।

তাই, এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের স্কোয়াড হওয়ার সম্ভাবনা বেশি। তাই কিছুটা সময় নিয়েই দল গোছানোর প্রক্রিয়া এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের স্কোয়াডও তাই হতে যাচ্ছে ১৭ সদস্যের।

আর সেই স্কোয়াডে যদি লোকেশ রাহুল আর শ্রেয়াস আইয়ার যদি জায়গা পায়, তাহলে অনিশ্চয়তায় পড়ে যেতে পারে তিলক ভার্মার জায়গা পাওয়ার সম্ভাবনা। একই সাথে, এতদিন ধরে দলের সাথে থাকা সাঞ্জু স্যামসনও নিশ্চিতভাবেই বাদ পড়তে যাচ্ছেন। কারণ সুরিয়াকুমার যাদবকে যত সম্ভব স্কোয়াডে রাখারা চেষ্টা করবে ভারত।

এ দিকে ধারণা করা হচ্ছে, কন্ডিশন বিবেচনায় শেষ মুহূর্তে দলে ঢুকে যেতে পারেন রবিচন্দন অশ্বিন। নির্বাচক কমিটির সাবেক এক সদস্য সেই দাবিই সম্প্রতি তুলেছেন। তাঁর মতে, অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাদেজা একই মানের অলরাউন্ডার।

এর চেয়ে বরং ভারতের কন্ডিশনের অশ্বিনই উপযুক্ত হবেন। তবে অশ্বিন স্কোয়াডে ঢুকলে কপাল পুড়তে পারে যুজবেন্দ্র চাহালেরও। অবশ্য ভারতের স্কোয়াডে এমন যদি, কিন্তুর অবসান ঘটবে কিছুদিনের মধ্যেই। আপাতত ভারতের স্কোয়াড ঘোষণা পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে।

  • ভারতের সম্ভাব্য স্কোয়াড

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ, অক্ষর প্যাটেল, সুরিয়াকুমার যাদব, শার্দুল ঠাকুর, তিলক ভার্মা, যুজবেন্দ্র চাহাল/রবিচন্দন অশ্বিন।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link