১১, ০০০ ওয়ানডে রান – সংখ্যাটা নিছক কুড়িয়ে পাওয়া কোন সংখ্যা নয়। দিনের পর দিন ঘাম ঝরিয়ে অর্জন করে নিতে হয়, রোহিত শর্মা সেটা পেরেছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৪১ রানের ঝডো ইনিংস খেলার পথে পা রেখেছেন এগারো হাজারি ক্লাবে। ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানকে মিড উইকেটের ওপর দিয়ে চার হাঁকিয়ে মাইলফলক পূর্ণ করেন তিনি।
সবমিলিয়ে তাঁর ওয়ানডে ক্যারিয়ারে মোট সংগ্রহ এখন ১১, ০২৯ রান। মাত্র চতুর্থ ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন রোহিত, আর পুরো ক্রিকেট দুনিয়া বিবেচনায় তিনি ক্লাবের দশম সদস্য। তবে বিরাট কোহলির পর তাঁরই সবচেয়ে কম ইনিংস লেগেছে, তিনি খেলেছেন মাত্র ২৬১ ইনিংস।
- শচীন টেন্ডুলকার – ১৮২৪৬ রান
শচীন টেন্ডুলকার কেবল ভারত নয় বরং পুরো ওয়ানডে ইতিহাসেরই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি রান করে গিয়েছেন নিরলসভাবে, ভেঙেছেন একের পর এক রেকর্ড। আর এগারো হাজারি ক্লাবে ঢুকতে তাঁর লেগেছিল ২৭৬ ইনিংস।
- বিরাট কোহলি – ১৩৯৮৫ রান
এগারো হাজার রানের পথটা সবার চেয়ে দ্রুত শেষ করেছেন বিরাট কোহলি। আর তালিকার দশজনের মধ্যে সর্বোচ্চ গড়, সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও তাঁর দখলে। এখন তো তিনি আছেন নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায়, কেবল মাত্র ১৫ রান করলেই চৌদ্দ হাজারি ক্লাবে ঢুকে পড়বেন তিনি, সেটাও দ্রুততম সদস্য হিসেবেই।
- সৌরভ গাঙ্গুলি – ১১৩৬৩ রান
শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এগারো হাজার রানের কীর্তি পূর্ণ করেছিলেন সৌরভ গাঙ্গুলি। সুযোগ ছিল রানের সংখ্যাটা আরো অনেক বড় করার, কিন্তু তাঁর ক্যারিয়ারই বড় হয়নি এরপর। ২০০৭ সালের আগস্টে রেকর্ড গড়েছিলেন তিনি, সেই বছরের নভেম্বরেই আবার খেলেছেন জীবনের শেষ ওয়ানডে ম্যাচ৷
- রাহুল দ্রাবিড় – ১০৮৮৯ রান
এগারো হাজার রান করতে পারেননি রাহুল দ্রাবিড়, তবু তাঁকে তালিকায় রাখা হয়েছে। বলা চলে, রাখতে বাধ্য করেছেন তিনি। ইতিহাসের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইতি টেনেছেন তিনি, ব্যক্তির আগে যে দলের স্বার্থ সেটাই যেন প্রমাণ করে গিয়েছেন দ্য ওয়াল।