অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ মানেই যেন প্রোটিয়াদের একচেটিয়া দাপট। বিশ্ব ক্রিকেট শাসন করা অজিরা বারবার এখানে এসেই খেই হারিয়েছে। হেড-টু-হেডের পরিসংখ্যান অন্তত এমনটাই বলছে।
মাইটি অস্ট্রেলিয়া ওয়ানডেতে এখন পর্যন্ত আফ্রিকার সাথে মুখোমুখি হয়েছে ১১৩ বার। যেখানে জিতেছে ৫২ ম্যাচ, বিপরীতে হারতে হয়েছে ৫৭ বার। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার—ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রোটিয়ারাই একমাত্র দল যাদের কাছে অস্ট্রেলিয়া জয়-পরাজয়ের অনুপাতে পিছিয়ে আছে।
আফ্রিকার পরে কেবল ভারতই পেরেছে কাছাকাছি যেতে, তবে তফাৎটা ৮২ ম্যাচ হারার বিপরীতে জয় মাত্র ৫২ ম্যাচে। বিগত ১০ বছরে আফ্রিকার সাথে মুখোমুখি দেখায় ২১ ম্যাচের মধ্যে ১৬ টিতেই হেরেছে অস্ট্রেলিয়া, জিতেছে মাত্র পাঁচটিতে। তবে এর মাঝেও দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা।

ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানের মতো বড় বড় সব দলও হেড-টু-হেডে অস্ট্রেলিয়ার কাছে খাবি খেয়েছে। সর্বমোট ১৮ টি দেশের সঙ্গে খেলেছে অস্ট্রেলিয়া। তাদের মধ্যে কেবল আফ্রিকার সাথে হারের শতাংশ বেশি।
বিপরীতে দক্ষিণ আফ্রিকা যেন আরও এক ধাপ ওপরে। এখন পর্যন্ত কোনো দলই হেড-টু-হেডে আফ্রিকাকে পিছনে ফেলতে পারেনি। বলা যায়, এক্ষেত্রে প্রোটিয়ারা অজেয়। তবে সব দলের বিপক্ষেই হারার স্বাদ পেয়েছে তারা। হোক সেটা জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস কিংবা আয়ারল্যান্ডের মত দল।
তাই তো , দ্বিপাক্ষিক সিরিজে আধিপত্য বিস্তার করে চললেও আইসিসি টুর্নামেন্ট আসলে আফ্রিকা দিশেহারা হয়ে যায়। সমান শক্তির দলগুলোর সাথে তাদের পার্থক্যটা এখানেই। এজন্যই ঝুলিতে ট্রফির সংখ্যাটা আর বাড়ে না।












