ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের পর্দা নামবে আগামীকাল। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তৃতীয় বারের মত শিরোপা ঘরে তুলতে মাঠে নামবে ইয়ন মরগ্যানের দল। আর মহেন্দ্র সিং ধোনির দলের লক্ষ্য চতুর্থ বারের মত আইপিএল সেরার মুকুট জেতা।
গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই। আর গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান থেকে এলিমেনিটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে কলকাতা।
কোয়ালিফায়ারে দিল্লীকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কলকাতা। ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলই দিল্লীকে হারিয়ে ফাইনালে এসেছে। তবে গ্রুপ পর্বে নিজেদের ভিতর দুই বারের লড়াইয়ে দুই বারই জিতেছে চেন্নাই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৮ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জয় পায় চেন্নাই।
আইপিএলে দুই দলের মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে রয়েছে চেন্নাই। আইপিএলে দুই দল মুখোমুখি হয়েছিল ২৭ ম্যাচে। যার ভিতর ১৭ ম্যাচে জয় পেয়েছে চেন্নাই এবং ৯ ম্যাচে শেষ হাসি হেসেছে কলকাতা। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই দলের সর্বশেষ পাঁচ লড়াইয়েও ৪ টি জয় পেয়েছে চেন্নাই।
আর সর্বশেষ ১০ ম্যাচে চেন্নাইয়ের সাত জয়ের বিপরীতে কলকাতার জয় তিনটি। মুখোমুখি হওয়া ম্যাচে চেন্নাইয়ের সর্বোচ্চ রান ২২০ এবং সর্বনিম্ন রান ১১৪ ও কলকাতার সর্বোচ্চ রান ২০২ এবং সর্বনিম্ন সংগ্রহ ১০৮ রান। তবে অতীত পরিসংখ্যান যে ফাইনালে কোন প্রভাব ফেলবে না এটা বলেই দেওয়া যায়।
তবে ফাইনালে অবশ্যই এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংস। দাপটের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করে প্রথম কোয়ালিফায়ারের দুর্দান্ত এক জয় নিয়ে ফাইনালে এসেছে তাঁরা। অপর দিকে এলিমেনিটরে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রায় হারতে বসা ম্যাচে রাহুল ত্রিপাঠির ছক্কায় ফাইনালে উঠেছে তাঁরা।
কলকাতার সবচেয়ে বড় সমস্য ব্যাটিংয়ে। গত ম্যাচেও মাত্র ১৩৫ রান তাড়া করতে নেমে হঠাৎ ব্যাটিং ধসে জয় পেতে শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁদের। এর আগে এলিমেনিটরেও ১৩৯ রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের। কলকাতার উদ্বোধনী জুটি মোটামুটি ভালো শুরু এনে দিলেও মন্থর ব্যাটিং করেছেন অনেক ম্যাচেই।
কলকাতা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আন্দ্রে রাসেলকে হারিয়ে। চোটের কারণে সর্বশেষ চার ম্যাচেই কলকাতার একাদশে ছিলেন না এই অলরাউন্ডার। ফাইনালেও রাসেলকে পাওয়ার সম্ভবনা প্রায় ক্ষীণ। তাই ফাইনালে কলকাতার একাদশে বিদেশি কোটায় দেখা যেতে পারে আগের ম্যাচের চার জনকেই।
অধিনায়ক ইয়ন মরগ্যানের সাথে বাকি তিন জন হলেন সাকিব আল হাসান, লকি ফার্গুসন ও সুনীল নারিন। ফার্গুসন ও নারিন দুর্দান্ত ফরমে রয়েছেন। সাকিবও দলের জয়ে কোন না কোন ভাবে অবদান রাখছেন। কিন্তু মরগ্যান যেন নিজকে হারিয়ে খুঁজছেন। অধিনায়কের অফফরমও কলকাতাকে পিছিয়ে দিচ্ছে।
এছাড়া শিরোপা জিততে কলকাতার প্রধান অস্ত্র হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি। কোয়ালিফায়ারে ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন আইয়ার। আর রাহুল তো শেষের ছক্কায় দলকেই ফাইনালে তুলেছেন। ফাইনালেও এই দু’জনের দিকে তাকিয়ে থাকবে দল।
আর শিরোপা জিততে চেন্নাইয়ের সবচেয়ে বড় ভরসার নাম হতে পারেন ঋতুরাজ গায়কোয়ার, জশ হ্যাজেলউড, আম্বাতি রাইডু, ফাফ ডু প্লেসিস ও রবীন্দ্র জাদেজা। কলকাতাকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে এদেে সবাই ভূমিকা রেখেছেন। ফাইনালেও তাঁরা জ্বলে উঠলে চেন্নাইয়ের শিরোপা জিততে খুব বেশি কষ্ট হবে না।
এছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে মহেন্দ্র সিং ধোনি অফফরমে থাকলেও প্রথম কোয়ালিফায়ারে দলকে জিতিয়েছেন তিনিই। ধোনির ছোট্ট ঝড়েই ফাইনালে ওঠে চেন্নাই। তবে চেন্নাইয়ে সবচেয়ে বড় আতংকের নাম ফাইনালের চাপ। এর আগে সাত বার আইপিএলের ফাইনাল খেলে চার বারই হেরেছে তাঁরা।
আইপিএলের ১৪ তম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।