ওরা ১১ জন যদি আইপিএলে এক দলে খেলতো!

আইপিএল এর জৌলুস বিশ্বদুয়ারে ছড়িয়ে দেওয়া ১১ জনকে নিয়ে খেলা ৭১ তৈরি করেছে আইপিএল এর সেরা একাদশ। কেমন হত এরা যদি একই দলের হয়ে খেলতো! চলুন জেনে নেওয়া যাক।

বিগত ১৭ বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ( আইপিএল) মাতিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটকে। বহু নামি-দামি তারকা নিজেদের ছাপ রেখে গেছেন এই অর্থের ঝনঝনানি আর চার ছক্কার উৎসবের টুর্নামেন্টে।

আইপিএল এর জৌলুস বিশ্বদুয়ারে ছড়িয়ে দেওয়া ১১ জনকে নিয়ে খেলা ৭১ তৈরি করেছে আইপিএল এর সর্বকালের সেরা একাদশ। কেমন হত এরা যদি একই দলের হয়ে খেলতো! চলুন জেনে নেওয়া যাক।

  • বিরাট কোহলি

অবশ্যই ওপেনার হিসেবে থাকবে বিরাট কোহলির নাম। সময়ের পরিক্রমায় নিজের সাথে আইপিএলকেও নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এখন অবধি টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ হাজারের উপরে রান করেছেন তিনি আইপিএলের মঞ্চে।

  •  ডেভিড ওয়ার্নার


তর্কসাক্ষেপে আইপিএলে অংশ নেওয়া সেরা বিদেশি ডেভিড ওয়ার্নার। আইপিএলে ১৮৪ ম্যাচ খেলা ডেভিড ব্যাট করে গেছেন ৪০ এর উপর গড়ে। এখন অবধি টুর্নামেন্ট সর্বোচ্চ ৬২ ফিফটির মালিক তিনি। কোহলির সঙ্গী হবেন তিনি ওপেনিংয়ে।

  • সুরেশ রায়না


নাম্বার তিনে থাকবে ‘মিস্টার আইপিএল’ খ্যাত সুরেশ রায়না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবতেই সর্বেসর্বা ছিলেন তিনি। টুর্নামেন্টের ১৩টি আসর খেলা রায়না রান করেছেন ৫ হাজারেরও উপরে।

  •  এবি ডি ভিলিয়ার্স

নাম্বার চারে আইপিএলের অন্যতম বড় নাম এবি ডি ভিলিয়ার্স। আইপিএল এ ১৭০ ম্যাচ খেলার পরও ১৫০ এর উপর স্ট্রাইকরেট জানান দেয় কতটা বিধ্বংসী ব্যাটার তিনি। আনঅর্থোডক্স ব্যাটিং আর অবিশ্বাস্য সব ম্যাচ জেতাতে তার জুড়ি মেলা ভার।

  • কাইরন পোলার্ড

মিডিল অর্ডারে থাকবে আইপিএলে বোলারদের অন্যতম যমদূত কাইরন পোলার্ড। টুর্নামেন্টটি ২২৩ ছক্কা আর ২১৮ ছক্কা আছে তার নামের পাশে। অতিমানবীয় ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও কার্যকর ছিলেন তিনি।

  • মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক)

ব্যাটহাতে রুদ্রমূর্তি আর দস্তানা হাতে ঠান্ডা মস্তিষ্কের কাপ্তান। শেষের দিকে ব্যাটিং করেও টুর্নামেন্টের ৬ষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সাথে চেন্নাই সুপার কিংসকে পাঁচ শিরোপা জিতিয়ে পরিচয় দিয়েছেন নিজের মুনশিয়ানারও। এই দলটার কাপ্তানির দায়িত্বও তাই থাকবে তার কাঁধেই।

  • ডোয়াইন ব্রাভো

এরপরে থাকবেন ডোয়াইন ব্রাভো। তার সময়ে আইপিএলে কি করেননি তিনি! ব্যাট হাতে বিধ্বংসী ক্যামিও কিংবা বল হাতে প্রতিপক্ষকে গড়িয়ে সবই আছে তার ঝুলিতে। ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট আছে তার নামের পাশে।

  • রবীন্দ্র জাদেজা

তাকে সঙ্গ দিবেন টুর্নামেন্টের আরেক সেরা অলরাউন্ডার নাম রবীন্দ্র জাদেজা। ২১৩ ইনিংসে ৩০০০ ছাড়িয়ে রান আর ১৬০ উইকেট নিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

  • জাসপ্রিত বুমরাহ

জাসপ্রিত বুমরাহকে ছাড়া যেকোনো একাদশই অসম্পূর্ণ। টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই তুলে ছিলেন বিরাট কোহলির উইকেট। সেই থেকেই বছরের পর বছর পেস আগুনে ঝলসে যাচ্ছেন প্রতিপক্ষকে। পরিসংখ্যান দিয়ে তার ইমপ্যাক্ট প্রকাশ করা অসম্ভব।

  • লাসিথ মালিঙ্গা

তাকে ছাড়া পেস আক্রমণ সাজানো কি যায়! ডেথ ওভারে পায়ের পাতা উপড়ানো ইর্য়কারের রাজা লাসিথ মালিঙ্গা। নিজের সময়ে ছিলেন ব্যাটারদের ত্রাসের নাম। ১২০ আইপিএল খেলেও ২০ এর নিচে গড়টাই জানান দেয় তার ভয়ংকরীরূপ।

  •  যুজবেন্দ্র চাহাল

সবশেষে স্পিন বিষে বোধ করতে থাকছে আরেক ভেলকি।বুদ্ধিদীপ্ত বোলিং আর ভ্যারিয়েশনের ম্যাজিক মালিক যুজবেন্দ্র চাহাল। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগস্পিনার। টুর্নামেন্টে ২০০ এর উপর উইকেট নেওয়া একমাত্র বোলারও চাহাল।

Share via
Copy link