বল ব্যাটে লাগসে? সত্যি কইরা ক!

মিরাজ হাসলেন। সেই হাসির অর্থ বুঝতে ভুল করল পুরো ঢাকা দল।

‘বল ব্যাটে লাগসে? সত্যি কইরা ক!’ – মেহেদী হাসান মিরাজের কাছ থেকেই যেন স্বীকারোক্তি বের করতে চাইলেন জাতীয় দলের সতীর্থ লিটন দাস। মিরাজ হাসলেন। সেই হাসির অর্থ বুঝতে ভুল করল পুরো ঢাকা দল।

বাদ পড়ে যাওয়া ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্সের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম বল। উইকেটের পেছনে ক্যাচ নিলেন লিটন দাস। তবে, আদৌ বল ব্যাটে লেগেছে কি না, সেটা নিয়ে শঙ্কা।

অধিনায়ক থিসারা পেরেরার সাথে আলাপ করে রিভিউ নিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান, ব্যর্থ হলেন। একই ওভারে নো-বল করলেন, ঢাকার এই পেসার – সেখান থেকে ছক্কা হাঁকালেন মিরাজ। মিরপুরের স্লো উইকেটে এরকম শুরু প্রত্যাশা করেননি নিশ্চয়ই মুস্তাফিজ।

যদিও ফ্রি হিটে ফিরতি ছক্কা হাঁকাতে গিয়ে ব্যর্থ হলেন। ফ্রি হিটও ছিল বাউন্সার, উইকেটরক্ষক লিটনকে মিরাজের প্রশ্ন – ‘ওয়াইড না?’। পরের বলেই সিঙ্গেল নিলেন মিরাজ।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম শেখ অবশ্য উইকেটে টিকলেন মাত্র দুই বল। টানা দু’টো বল অ্যাঙ্গেলে পাঠিয়ে বাঁ-হাতি ব্যাটারের বিপক্ষে স্যুইং করে বের করলেন মুস্তাফিজ।

তাতেই বিপদ। শেষ বলটা ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন নাঈম। স্লিপে দাঁড়িয়ে বল তালু-বন্দী করতে ভুল করেননি হাবিবুল রহমান সোহান। ডাগ আউটে বসে দাঁড়িয়ে হাত-তালি দিলেন শাকিব খান। দলের শেষ ম্যাচটা স্মরণীয় করতে নিশ্চয়ই চাইবেন ঢাকাই ছবির কিং খান!

মুহূর্তটা সিনেমার দৃশ্যের মতো— স্ক্রিন নয়, বাস্তবেই। গ্যালারিতে শাকিব খান, চোখে উত্তেজনার ঝলক। গ্যালারির উল্লাসে তাল মিলিয়ে তিনি উঠে দাঁড়ালেন, হাত-তালি দিলেন! দৃশ্যটা যেন মাঠের সঙ্গে মিশে গেল— ক্রিকেট, বিনোদন আর আবেগ এক ফ্রেমে বন্দি!

Share via
Copy link