নীরবতা ভাঙল। কিং কোহলি ইজ অন সং। সিংহাসনে প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। অনেকদিন পর রানে বিরাট কোহলি। ৫৫ বলে ৫২! সংখ্যাটা তেমন চোখ ধাঁধানো নয়, কিন্তু নামটা কোহলি— তাই প্রতিটি রানেই লুকিয়ে আছে এক অন্যরকম একটা আবহ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে, আর কোহলির ব্যাটে দীর্ঘ বিরতির পর ঝলক। ভারতীয় ড্রেসিংরুমে স্বস্তির বাতাস বয়ে গেল।
দুয়ারে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি, তখন সরব ফ্যাবুলাস ফোর! তাঁদের জন্য মঞ্চটা ওয়ান লাস্ট ড্যান্স। স্টিভেন স্মিথ রান পাচ্ছেন, কেন উইলিয়ামসন ফিরেছেন সেঞ্চুরি নিয়ে, জো রুট নিজস্ব ছন্দে ফিরেছিন ভারতের বিপক্ষেই। আর এবার কোহলিও তাল মিলিয়েছেন তাদের সাথে। একটু দেরিতে হলেও কোহলির ব্যাট হুঙ্কার ছেড়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, পুরনো রাজা তার রাজত্বের দাবি জানাতে প্রস্তুত।
কিন্তু, কোহলি কি সত্যিই ফিরে এসেছেন? ৫২ রান কি তার মতো ব্যাটসম্যানের জন্য যথেষ্ট? না, এটা সেই কোহলি নয়, যে ২২ গজে নামলেই প্রতিপক্ষের গায়ে শীতল স্রোত বয়ে যেত। তার জন্য দরকার এক দুর্দান্ত সেঞ্চুরি — এমন এক ইনিংস, যা শুধু রান না, আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, মাঠে সেই ভয়ঙ্কর আগ্রাসন ফিরিয়ে দেবে।
ভারত এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত। অনেক ভাঙা গড়ার পর আরেকবার বিশ্ব জয় করতে মরিয়া ভারত। বিরাট কোহলিও ব্যাটে সুদিনের হারানো গান গাইতে শুরু করেছেন, বিশ্ব ক্রিকেট আবারও ফ্যাব ফোরের মহারণ দেখার অপেক্ষায়। জয়টা কি আসল রাজারই হবে? অবিশ্বাস্য কোনো ফর্ম কি অপেক্ষায় আছে? নাকি সিংহাসনের দাবিদারদের ভিড়ে তাকে আরও কিছু প্রমাণ করতে হবে?