আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবাল খান নিজকে সরিয়ে নেওয়াতে বাংলাদেশের ব্যাটিংয়ে ঘাটতি থেকে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি মনে করেন তামিমের জায়গা পূরণ করা কঠিন হবে দলের জন্য। তরুণরা পারফরম করতে না পারলে বিশ্বকাপে কঠিন সময় পার করতে হবে বাংলাদেশকে।
তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। বেশ কিছু দিন টি-টোয়েন্টি না খেলার কারণে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তিন নম্বরে চলে গেছেন তামিম। তবে ওপেনার হিসাবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি। এই ফরম্যাটে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিও তাঁর।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এই ওপেনার। ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই সব কিছু মিলিয়ে বিশ্বকাপে তামিমের না থাকাটা বড় ঘাটতি বলে মনে হচ্ছে পাইলটের কাছে। আজ (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন পাইলট।
পাইলট বলেন, ‘তামিম তো অবশ্যই অপরিহার্য ক্রিকেটার বাংলাদেশ দলের জন্য। দীর্ঘ দিন বাংলাদেশ দলে ওপেনার হিসাবে খেলে গেছেন। অসাধারণ পারফরম্যান্স করেছেন। অনেক অভিজ্ঞ, তাঁর গড়, তাঁর সমস্ত ক্যারিয়ার বলে দেয় সে কত ভালো প্লেয়ার। বিশ্বকাপে তামিম নাই, একটু হলেও কিন্তু ঘাটতি থাকবে ওপেনিং বিভাগে। ঘাটতি ব্যাটিংয়েও থাকবে।’
বিশ্বকাপে তামিমের অনুপস্থিতি প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেবে বলেও মনে করেন পাইলট। তামিমের মত অভিজ্ঞ ওপেনার না থাকাতে স্বস্তিতে থাকবেন প্রতিপক্ষের বোলাররাও। তামিমের মত অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকাতে শঙ্কা প্রকাশ করে পাইলট জানিয়েছেন তরুণরা পারফরম্যান্স করতে না পারলেই কঠিন সময় পার করতে হবে দলকে।
তিনি বলেন, ‘প্রতিপক্ষকে এটা বাড়তি সুবিধা দেবে। তামিমের মত ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে যাবে না। প্রতিপক্ষের বোলাররাও কিন্তু মানসিক ভাবে স্বস্তিবোধ করবে। অনেক সময় তরুণ দল ভালো হয়। তাঁরা অসাধারণ খেলতে পারে। কিন্তু কখনো যদি তরুণরা পারফরম্যান্স করতে না পারে তখন কিন্তু কঠিন সময় পার করতে হয় দলকে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তামিম থাকলে ভালো হতো।’
তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে। এরপর ব্যক্তিগত কারণে এবং চোটের কারণে এই ফরম্যাট খেলা হয়নি অভিজ্ঞ এই ওপেনারের। দীর্ঘ দিন টি-টোয়েন্টি থেকে দূরে থাকার কারণেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ওপেনার। পাইলট মনে করেন এরপরেও তামিম থাকলে সেটা দলের জন্য ইতিবাচক হত।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যদিও জানি না সে কেন খেলতে চাচ্ছে না। সে অলরেডি বিবৃতি দিয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তামিম থাকলে খুবই ভাল হতো। তিন জন ওপেনারের ভিতর তামিম গুরুত্বপূর্ণ একজন থাকতো। তামিমের জায়গা পূরণ করা খুব কঠিন হবে।’