স্ট্যাম্প লাইনে ফুলার ডেলিভারি, টপ এজ উড়ে আসলো বোলিং প্রান্তের দিকে – ক্যারিয়ারের অন্যতম সহজ ক্যাচটা লুফে নিলেন রবীন্দ্র জাদেজা। সেই সাথে পা রাখলে ৩০০ টেস্ট উইকেট ক্লাবে, মাত্র সপ্তম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
জাসপ্রিত বুমরাহ, রবিচন্দন অশ্বিনদের দাপটে চতুর্থ দিনে বাংলাদেশ একে একে হারিয়েছিল ছয় উইকেট, শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদ বাইশ গজে আসার পরই জাদেজার হাতে বল তুলে দেন রোহিত শর্মা। ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগটাই করে দিয়েছেন তিনি। হতাশ হতে হয়নি অবশ্য, মাত্র দুই বলেই খালেদের উইকেট ঝুলিতে পুরেছেন এই বাঁ-হাতি।
বলের হিসেবে দ্রুততম ৩০০ উইকেট শিকারের তালিকায় এখন তাঁর অবস্থান দুই নম্বরে। সবমিলিয়ে ১৭৪২৮ বল লেগেছে এই অর্জনের দেখা পেতে। তালিকায় সবার উপরে আছেন সতীর্থ অশ্বিন, ১৫৬৩৬ ডেলিভারির সাহায্যে উইকেটের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।
কেবল বোলার জাদেজা নয়, এদিন অলরাউন্ডার জাদেজাও রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। তাঁর আগে ক্রিকেটের বনেদি ফরম্যাটে ৩০০ উইকেট আর ৩০০০ রান করতে পেরেছেন মাত্র দশ জন, এগারোতম সদস্য হিসেবে এবার তিনিও যোগ দিলেন ইমরান খান, রবি শাস্ত্রীদের মত তারকাদের সঙ্গে।
ম্যাচের হিসেবে ক্লাবের দ্বিতীয় দ্রুততম সদস্য এখন জাড্ডু। ৭৩ ম্যাচ খেলে বিরল এই কীর্তির দেখা পেয়েছেন তিনি। সবার উপরে আছেন কিংবদন্তি ইয়ান বোথাম, ৩০০ উইকেট আর ৩০০০ রান পেতে ৭২ ম্যাচ লেগেছিল তাঁর।
অশ্বিন বনাম জাদেজার লাইমলাইট পাওয়ার দ্বৈরথ সবসময়ই ছিল, এইতো গত সপ্তাহে ফাইফার আর সেঞ্চুরিতে শিরোনাম হয়েছিলেন অশ্বিন। এবার জাদেজার পালা, রেকর্ড গড়েই ক্যামেরার ফোকাস নিজের দিকে ফেরালেন তিনি – তাঁদের এমন মধুর লড়াই চলতে থাকুক আরো অনেক দিন।