ঘরের মাঠে শেষ বেলায় জ্বলে উঠলেন জাকের

বিপিএলের অন্যান্য ফিনিশাররা যখন চার-ছক্কার বন্যায় ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছিলেন, তখন সিলেটের মাটিতে নিজের সেরা রূপ দেখাতে পারছিলেন না তিনি। কিন্তু এদিনের ইনিংস যেন পুরোপুরি বদলে দিল সেই চিত্র। সিলেট সিক্সার্সের ভক্তরা অবশেষে পেলেন তাদের প্রত্যাশিত জাকিরকে

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের স্বভাবসুলভ ব্যাটিংটা যেন হারিয়ে ফেলেছিলেন জাকের আলী। তবে চিটাগং কিংসের বিপক্ষে সেই পুরনো ছন্দে আবারও ফিরে এলেন তিনি।২৩ বলে খেললেন ৪৭ রানের অপরাজিত ইনিংস। ছক্কা হাঁকিয়েছেন চারটা, চার মেরেছেন তিনটা।

সিলেটের সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠেই যেন নতুন করে আলো ছড়ালেন জাকের। এর আগে কয়েকটি ছোট ক্যামিও ইনিংস খেললেও, বেশিরভাগ ম্যাচেই ছিলেন নিস্প্রভ।

বিপিএলের অন্যান্য ফিনিশাররা যখন চার-ছক্কার বন্যায় ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছিলেন, তখন সিলেটের মাটিতে নিজের সেরা রূপ দেখাতে পারছিলেন না তিনি। কিন্তু এদিনের ইনিংস যেন পুরোপুরি বদলে দিল সেই চিত্র। সিলেট সিক্সার্সের ভক্তরা অবশেষে পেলেন তাদের প্রত্যাশিত জাকিরকে।

দুইশোর বেশি রান তাড়া করতে নেমে এদিন একাই লড়লেন তিনি। শুরুটা করেন শামীম হোসেন পাটওয়ারীকে ব্যাক-টু-ব্যাক বাউন্ডারি মেরে। এরপর শরিফুল ইসলামের বলে লং অনে বিশাল ছক্কা মেরে ছক্কার খাতা খুললেন। পেসারদের বিপক্ষে তার আক্রমণাত্মক মনোভাব ছিল চোখে পড়ার মতো।

মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বিপক্ষে হাঁকালেন আরও দুটি বিশাল ছক্কা, আর শরিফুলের বলেই আরেকটি। তার এমন মারকাটারি ব্যাটিং সিলেটের গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাসের ঢেউ তুলল।

যদিও দলকে জেতাতে পারেননি এবং মাত্র তিন রান দূরে থেকে অর্ধশতকও মিস করেছেন। তবু তার এই ঝোড়ো ইনিংস যেন বড় স্বস্তি এনে দিয়েছে দেশের ক্রিকেটে। নিজের ফর্মে ফেরার এই ইনিংস শুধু সিলেট সিক্সার্সের জন্য নয়, বরং পুরো দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশার আলো জ্বালিয়েছে।

Share via
Copy link