সঠিক নির্দেশনায় জাকের হতে পারেন ‘দ্য গেম চেঞ্জার’

জাকেরের নির্দিষ্ট রোল তার গেম চেঞ্জার সত্ত্বাকে বিকশিত হতে সহয়তা করবে শতভাগ। সেটা অবশ্যই হওয়া উচিৎ- রানের বিচারে বড় ইনিংস নয়, দ্রুততার সাথে রান তোলা।

জাকের আলী অনিক, সর্বাধিক ছক্কার মালিক। গেল দুই বছরে টি-টোয়েন্টিতে তিনি বনে গেছেন বাংলাদেশের নিজস্ব ছক্কা মারার ওস্তাদ। এশিয়া কাপে তিনি হতে পারেন বাংলাদেশের গেম চেঞ্জার। কিন্ত, সেজন্যে তার প্রয়োজন হবে পরিষ্কার দিকনির্দেশনা। সেটারই বরং অভাব সবচেয়ে বেশি।

বাংলাদেশের সদ্য সাবেক পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড রীতিমত জাকেরের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। বলকে সীমানার ওপারে ফেলার দক্ষতায় তিনি বাংলাদেশে অনন্য। যেকোন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নিয়ে আসার সামর্থ্য তার আছে। কিন্তু এশিয়া কাপে তিনি কতটুকু বাস্তবায়িত করতে পারবেন, তা নিয়েও রয়েছে সংশয়।

২০২৪ সালের শুরু থেকে এখন অবধি ২৮টি ইনিংসে ব্যাট করেছেন  জাকের আলী অনিক। এই সময়ে তার স্ট্রাইকরেট ছিল ১৩১.০৪। টেস্ট খেলুড়ে দলের সেরা পাঁচ ফিনিশারদের মধ্যে তার স্ট্রাইকরেট দ্বিতীয় সর্বনিম্ন। তার নিচে রয়েছেন কেবল জিম্বাবুয়ের রায়ান বার্ল। ১৩০.৫৯ স্ট্রাইকরেটে রান করেছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার।

অতএব ফিনিশার রোলে খুব একটা যে নিজের কাজটা করতে পারছেন জাকের তা কিন্তু নয়। এই তালিকায় সর্বাধিক স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, তার স্ট্রাইকরেট এখন পর্যন্ত ১৮৭.৮৫। স্ট্রাইকরেটে তার পরের অবস্থানেই রয়েছেন হার্দিক পান্ডিয়া, তার স্ট্রাইকরেট ১৪৪.৪৪।

অতএব যে কারণে জাকেরকে বলা হচ্ছে গেম চেঞ্জার, সে কাজটা স্বাধীনভাবে করতে পারছেন না। কারণ তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ইনিংস বড় করার দায়িত্ব। ২০২৪ সাল থেকে এখন অবধি ফিনিশার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৫৫৩ রান রয়েছে তার নামের পাশে। সবচেয়ে বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েল। ক্যারিবিয়ান এই ব্যাটার ২৩ ম্যাচে ৫৯১ রান যুক্ত করেছেন নিজের ঝুলিতে, তার স্ট্রাইকরেটও জাকেরের তুলনায় বেশি- ১৩৭.৭৬।

উপসংহারে তাই বলতে হচ্ছে, জাকেরের নির্দিষ্ট রোল তার গেম চেঞ্জার সত্ত্বাকে বিকশিত হতে সহয়তা করবে শতভাগ। সেটা অবশ্যই হওয়া উচিৎ – রানের বিচারে বড় ইনিংস নয়, দ্রুততার সাথে রান তোলা। কেবল তবে জাকেরের শক্তি-সামর্থ্য যথাযথভাবে ব্যবহার করা যাবে। দিনশেষে লাভের মুখ দেখবে বাংলাদেশ দল।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link