জাসপ্রিতের একটাই টোটকা, ‘আক্রমণাত্মক মানসিকতা’

অদম্য এক চরিত্র, সুদৃঢ় মানসিকতার জোরে তিনি আজ বিশ্বব্যাপী নন্দিত। আর নিজের সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন দেশের বাকি ক্রিকেটারদের মাঝে।

চ্যাম্পিয়ন ক্রিকেটার হতে হয়, পারফরমেন্সে, চ্যাম্পিয়ন ক্রিকেটার হতে হয় মানসিকতায়। জাসপ্রিত বুমরাহ দুই ক্ষেত্রেই চ্যাম্পিয়ন। অদম্য এক চরিত্র, সুদৃঢ় মানসিকতার জোরে তিনি আজ বিশ্বব্যাপী নন্দিত। আর নিজের সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন দেশের বাকি ক্রিকেটারদের মাঝে। এবার তার ক্লাসের ছাত্র তুষার দেশপাণ্ডে।

নিজেদের শেষ দেখায় রাজস্থান রয়্যালসকে রীতিমত উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান। ১০০ রানের ব্যবধানে রাজস্থানকে হারিয়েছে মুম্বাই। সেই ম্যাচে স্রেফ ১৫ রান খরচায় দু’টো উইকেট বাগিয়ে নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। রিয়ান পরাগ ও শিমরান হেটমায়ারের মত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জয়কে ত্বরাণ্বিত করেছেন, ব্যবধানও বাড়িয়েছেন।

এরপর ম্যাচ শেষে তার শরণাপন্ন হন তুষার দেশপাণ্ডে। বিশ্বসেরা বোলারের কাছ থেকে শেখার সুযোগ হাতছাড়া আর কেই-বা করতে চায়! আর অভিজ্ঞতা বিলিয়ে দিতে বুমরাহ কখনোই কার্পণ্য করেননি। তিনি মানসিকভাবে আরও আক্রমণাত্মক হওয়ার টোটকা দিয়েছেন।

রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এক ভিডিও-তে দেখা যায়, জাসপ্রিত বুমরাহ ও তুষারকে একসাথে আলাপ করতে। তাদের সাথে ছিলেন তরুণ ব্যাটার ধ্রুব জুরেলও। সেই ভিডিওতেই জাসপ্রিতকে বলতে শোনা যায়, ‘মানসিকভাবে আরও আক্রমণাত্মক হতে হবে। তার মানে এই না যে প্রতি বলেই স্ট্যাম্পে আঘাত করার চিন্তা করতে হবে। তবে ভাবতে হবে আমি ভাল বল করে উইকেট তুলে নেবো। যদি তুমি আমাকে একটা ছক্কাও মারো, সমস্যা নেই আমি আরও জোরে মারব।’

প্রতিনিয়ত ভাল বল করার মত মানসিকতা অর্জনের ছবকই দিয়েছেন জাসপ্রিত। তাছাড়া একটা বাউন্ডারি হজম করার পরও যেন কাঁধ ঝুকে না যায়, বরং দৃঢ়তার পরিচয় দিয়ে পালটা আঘাতের মনোভাবও যেন থাকে বোলারের মাঝে- সে বার্তাই দিয়েছেন জাসপ্রতি বুমরাহ।

এই ছোট-ছোট বার্তা গুলোই একজন তরুণের চিন্তা-ভাবনা আরও পরিষ্কার করে দিতে পারে। আর এই অভিজ্ঞ তারকাদের সান্নিধ্য পাওয়ার ব্রিজ হিসেবেই কাজ করছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলো। এতে করে নানা সমালোচনা থাকলেও, আখেরে ক্রিকেটের, ক্রিকেটারদেরই উন্নতি হচ্ছে দিনশেষে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link