টেস্টে অভিষেকটা ভালো হয়নি। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্টে ঠিক স্বপ্নের মত শুরু করতে পারেননি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেন করতে নেমে এমন একটা বিরুদ্ধ্ব কন্ডিশনে নিজের পরিচয়টা প্রথম জানান দিলেন জয়। অথচ জাতীয় দলে আসার আগে সেভাবে কখনো ওপেনই করেননি জয়। বয়সভিত্তিক দলে সবসময়ই ব্যাটিং করেছেন মিডল অর্ডারে।
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা জয়ের সার্ভিস দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ পাবে কিনা সেটি নিয়ে অবশ্য তৈরি হয়েছে সংশয়। ফিল্ডিং করতে গিয়ে আজ আঙুলে চোঁট পেয়েছেন। প্রয়োজন হয়েছে তিনটি সেলাইও। তাই আপাতত কয়েকদিন হয়তো মাঠের বাইরেই কাটাতে হবে জয়কে। টেস্টের দ্বিতীয় ইনিংসে তাই জয় যে ওপেন করতে পারছেন না সেটা মোটামুটি নিশ্চিত।
যতটুকু জানা যায় আজ ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান মাহমুদুল হাসান জয়। সেখানে এরপর তিনটি সেলাই দিতে হয়েছে। আর সেটির কারণেই ৭-১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে জয়কে। যদি এমনই হয় তাহলে কাল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর ব্যাট হাতে নামতে পারছেন না জয়। এছাড়া সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়কে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও আছে সংশয়।
ওদিকে বাংলাদেশ কালকে তাঁদের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিনে মাঠে নামবে। সকালে নিউজিল্যান্ডকে অল আউট করা গেলে, বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন একটা পরীক্ষা দিতে পারে। সে পরীক্ষায় ব্যাটসম্যানরা পাশ করে গেলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ও তুলে নিতে পারে বাংলাদেশ।
সেজন্য শুরুটা ভালো করার জন্য কাল জয়ের ভীষণ প্রয়োজন ছিল। তবে ইনজুরিতে পড়ে এখন আর মাঠেই নামা হচ্ছেনা তরুণ এই ব্যাটসম্যানের। ওদিক দলে বাড়তি তেমন কোন ওপেনারও নেই। ফলে কাল সাদমানের সাথে কে ব্যাট হাতে নামবেন সেটাও এক বড় প্রশ্ন। জয়ের এই ইনজুরি তাই বড় ভোগান্তিতে ফেলতে পারে বাংলাদেশকে।