‘কুফা’টা তাহলে দীনেশ কার্তিক লাগিয়ে দিয়েছিলেন, নাকি যুবরাজ সিং। টসটা হেরে যেভাবে রোহিত শর্মা তেড়ে গেলেন সাবেক ক্রিকেটারদের দিকে – তাতেই বোঝা যায় ওখানে কিছু একটা তখন চলছিল।
টানা দশবার! রোহিত শর্মা টস হারছেন যেন কোনো অলিখিত নিয়মে। ভাগ্যের কি এমনই পরিহাস! কিন্তু দুবাইয়ের ঘটনাটা অন্য মাত্রা পেল যুবরাজ সিং ও দীনেশ কার্তিককে নিয়ে। রোহিতের প্রতিক্রিয়া দেখে মনে হলো, ‘কুফাটা’ ওঁদেরই লাগানো!
ব্রডকাস্টারের দায়িত্বে থাকা যুবরাজ ও কার্তিক তখন পাশেই। দীনেশ কার্তিক তো রোহিতের দীর্ঘদিনের সতীর্থ। কিছু একটা বলে খোঁচা দিতেই রোহিত হাসিমুখে, কিন্তু স্পষ্ট ক্ষোভের সুরে বলে বসলেন, ‘বেরিয়ে যা!’
গ্যালারির এক দর্শকের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়েছে। রোহিতের মুখে হাসি থাকলেও চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট! আর থাকবেই বা না কেন? এতবার টস হারার পর হাসবেন না কাঁদবেন, সেটাই হয়তো বুঝে উঠতে পারছিলেন না তিনি।
টস ভাগ্যের ওপর কারও হাত নেই, তবে রোহিতের অভিব্যক্তি বলে দিচ্ছে—কাউকে না কাউকে তো দায়ী করতেই হবে!