ফিল্ডার বললেন ছক্কা! আম্পায়ার বললেন ‘না’

‘ভাল মানুষ’ সাজতে গিয়ে প্রতিপক্ষকে পাঁচটা রান বাড়তি দিতে চাচ্ছিলেন নায়ার। সেটা আর হল না।

মোহিত শর্মার স্লোয়ার লেন্থ ডেলিভারি টেনে নিয়ে সোজা লং অনের ওপর দিয়ে মারতে গেলেন শশাঙ্ক সিং। বাউন্ডারির একদম ধারে দাঁড়িয়ে ছিলেন করুণ নায়ার। লাফিয়ে বলটা হাতে নেন, সঙ্গে সঙ্গেই চেষ্টা করেন রোপের ভেতরে ফ্লিক করে দিতে। কিন্তু ফ্লিক করার আগেই মনে করেন, হয়তো পা লাগিয়ে ফেলেছেন রোপে! তাই নিজেই ছয় হওয়ার সিগনাল দিয়ে দেন। এসব ক্ষেত্রে সাধারণত ফিল্ডারের রায়ই মেনে নেওয়া হয়।

কিন্তু, জয়পুরে এদিন অন ফিল্ড আম্পায়ার নায়ারের সেই সিগনালে রাজি হলেন না। তিনি সিদ্ধান্ত নিতে দায়িত্ব দিলেন তৃতীয় আম্পায়ারকে। তবে তৃতীয় আম্পায়ার সবদিক দেখে বলেন—না, বাউন্ডারি ছোয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই।  নায়ারের দুর্দান্ত ফিল্ডিংয়ে ছয় বেঁচে যায়, শশাঙ্কের খাতায় শুধু যোগ হল এক রান।

যদিও, ‘ভাল মানুষ’ সাজতে গিয়ে প্রতিপক্ষকে পাঁচটা রান বাড়তি দিতে চাচ্ছিলেন নায়ার। সেটা আর হল না। সর্বশেষ এমন ভাল মানুষ মনে গিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের ঈশান কিষাণ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আউট না হওয়ার পরও তিনি ‘ওয়াক-অফ’ করেছিলেন।

ঈশান কিষাণ ভেবেছিলেন কট বিহাইন্ডের শিকার হয়েছেন। কিন্তু সাজঘরে গিয়ে তাঁর টনক নড়ে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ব্যাটের সাথে বলের কোনো সংযোগই ঘটেনি। এবার তাঁর পথেই হাঁটতে গিয়েও আম্পায়ারের বদান্যতায় ফিরে এলেন মাত্রই জাতীয় দলে ডাক পাওয়া করুণ নায়ার।

Share via
Copy link