চোটে বিপিএল শেষ তামিমের

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে কোন ম্যাচই খেলতে পারেননি। বিপিএলেও পুরোপুরি ফিট হয়ে মাঠে নামেননি। পিঠ ও কুঁচকির সমস্যা নিয়েই খুলনা টাইগার্সের হয়ে খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে বিপিএলের শেষ পর্যায়ে এসে এবার দেশের কথাই আগে ভাবতে চাইছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।

বিপিএল চলে এসেছে প্রায় শেষ পর্যায়ে। খুলনা টাইগার্সের অবশ্য এখনো লিগ পর্বের দুই ম্যাচ খেলা বাকি আছে। তবে এই দুই ম্যাচে কিছুই পাওয়ার নেই ইয়াসির আলি রাব্বির দলের। কেননা দশ ম্যাচ খেলা তাঁরা এই টুর্নামেন্টে জিতেছে মাত্র দুই ম্যাচে। ফলে বিপিএল থেকে তাঁদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে আগেই।

ফলে শেষ ম্যাচগুলোতে জয় কিংবা পরাজয়ে কিছুই অর্জন করা হবে না দলটার। সেজন্যই খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন ঝুঁকি নিতে চান না তামিম ইকবালকে নিয়ে। কেননা ওয়ানডে অধিনায়ক তামিমকে বাংলাদেশ দলের আরো বেশি প্রয়োজন।

এক মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেখানে যে করেই হোক তামিম ইকবালকে চাইবে বাংলাদেশ দল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজ আবার বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। ফলে খুলনার হয়ে শেষ দুই ম্যাচ বিশ্রাম দেয়া হচ্ছে তামিমকে। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যেই ছেড়ে দিয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

বিপিএল খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।‘

ওদিকে দেশের কথা ভেবেই ফ্র্যাঞ্চাইজিটির এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর আরো বলেন, ‘যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তু আগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি। তাছাড়া আমাদের যেহেতু বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরা রিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ।’

ওদিকে খুলনা টাইগার্সের মত তামিমেরও এবারের বিপিএল কেটেছে গড়পড়তা। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ওপেনার। তবে কুমিল্লার বিপক্ষে ৯৫ রানের নজর কাড়া এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link