খুশদিল শাহকে আউট করে যেন বুনো উল্লাসে মেতে উঠলেন মোহাম্মদ ওয়াসিম। এই অতিরঞ্জিত সেলিব্রেশনের পেছনের গল্পটা খুশদিলের ব্যাটিং তান্ডব।
ওভারের শেষ বলটায় আউট হবার আগে যে তিন ছক্কা এক চারে নিয়েছিলেন ২৪ রান। ২৮ বলে সাত ছক্কা আর দুই চারে ৫৯ রান করে চিটাগং কিংসের যমদূত হয়ে উঠেছিলেন তিনি।
স্বাগতিক দলের বিপক্ষে রংপুর রাইডার্স শুরু থেকেই খাবি খেয়েছে। দলের বাকিরা যেখানে রান তুলতে হিমশিম খেয়েছেন, তখন স্রোতের বিপরীতে টর্নেডো ইনিংস খেলেছেন খুশদিল শাহ।
১৫ তম ওভারে মারুফ মৃধাকে টানা তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোমেন্টাম রংপুরের দিকে নিয়ে আসেন পাকিস্তানি এই ব্যাটার।
তখনও রংপুরের স্কোরবোর্ডে জমা হয়নি লড়াই করবার মত পুঁজি। খুশদিল শাহ এবারের বিপিএলে যাত্রায় রংপুরের ত্রাতা হয়ে উঠেছেন বহুবার। এদিনও তিনিই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
চট্টগ্রামের বোলারদের তুলোধুনো করেছেন একা হাতে। দূর্দান্ত ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বা-হাতি এই ব্যাটার।
টানা সাত ম্যাচ জয়ের পরে এদিন ব্যাট হাতে ছন্দ পতন হয়েছিল উত্তরবঙ্গের দলটির। তবে এ যাত্রায় আবারও রংপুরকে বাঁচিয়ে দিলেন খুশদিল শাহ। চার ছক্কার বন্যায় দর্শকদের দিল ও খুশ করে দিলেন তিনি।