বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ভারত। ভারতের স্পিনে আক্রমণের সামনে দাড়াতেই পারেনি অজি ব্যাটাররা। প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে অজিরা কিছুটা ভালো করলেও তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা।
এমন দাপটের পরেও ভারতের ক্রিকেট পাড়ায় এখন সবচেয়ে ‘হট টপিক’ লোকেশ রাহুলের বাজে ফর্ম। দীর্ঘদিন ধরেই বেশ বাজে সময় কাটাচ্ছেন ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। সেই বাজে ফর্মের ধারা অব্যাহত রেখেছেন চলতি সিরিজেও। তিন ইনিংসে ব্যাটিং করে রাহুল করেছেন ২০,১৭ ও ১ রান।
এদিকে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা শুবমান গিলও বসে আছেন বেঞ্চে।তাই সহ অধিনায়কের দলে থাকাটাই এখন প্রশ্নবিদ্ধ। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা তাই একাদশ থেকে রাহুলকে বাদ দেবার পক্ষে।
শুধু ভারতে নয়, রাহুলের বাজে ফর্ম নিয়ে দলে থাকা নিয়ে আলোচনা হচ্ছে অন্যান্য দেশেও। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও মনে করেন রাহুলকে আপাতত বাদ দেয়া উচিত একাদশ থেকে। রাহুলের বদলে শুবমান গিলকেই দলে দেখতে চান তিনি।
ইউটিউবের এক অনুষ্ঠানে লোকেশ রাহুলের ব্যাপারে জিজ্ঞেস করা হলে রশিদ বলেন, ‘যেখানে শুভমান গিল দলে আছে সেখানে রাহুল দলে থাকাটা ডিজার্ভ করে না। এখানে কোনো এক্সকিউজ নেই,শুধুমাত্র টিম ম্যানেজমেন্ট তাকে খেলাতে চায় সে জন্যই সে খেলছে।’
দ্বিতীয় টেস্ট জয়ের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কথা বলেছেন রাহুলের দলে থাকা নিয়ে, ‘রাহুলের ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে শুধু রাহুল নয় সকল খেলোয়াড়ের পারফরম্যান্স দেখাই আমাদের কাজ। এর আগেও অন্য খেলোয়াড়দের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি একই কথা বলেছি- যদি কোনো খেলোয়াড়ের সামর্থ্য থাকে তাহলে সে দীর্ঘসময় সুযোগ পাবে। সে যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে এবং দক্ষিন আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে দলকে জেতাতে সেঞ্চুরি করেছিল সেটিই বলে দেয় তাঁর সামর্থ্যের ব্যাপারে।’