ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হবে ভারতের শিরোপার স্বপ্ন!

ভারতের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের মুখে ঝামা ঘষে দেওয়ার প্রস্তুতিই হয়ত তিনি নিয়ে রেখেছেন।

স্পিনারদের ভরসায় ইংরেজদের দম্ভ ধূলিসাৎ করেছে ভারত। কিন্তু ফাইনালে ভারতীয় এই স্পিন ঘূর্ণিঝড়ের বিপক্ষে টর্নেডো হওয়ার অপেক্ষায় আছেন এনরিখ ক্লাসেন। রীতিমত তুলোধুনো করতে ওস্তাদ তিনি। স্পিনারদের বিপক্ষে তার পরিসংখ্যান চক্ষু কপালে তোলার জন্যে যথেষ্ট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পিনারদের বিপক্ষে ১৫১.৮৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। প্রায় ৩৭২ রান এসেছে তার ব্যাট থেকে। স্পিনারদের বিপক্ষে ২৪৫ বল মোকাবেলা করে ৪৬টি বাউন্ডারি আদায় করে নিয়েছেন ক্লাসেন। গড় তার ৪১.৩৩।

কিন্তু ভয়ের বিষয় ২০২৪ সালে আরও বেশি বিধ্বংসী হয়ে উঠেছেন প্রোটিয়া এই ব্যাটার। চলতি বছরে সব ধরণের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে ৩০টি ইনিংস খেলেছেন ক্লাসেন। সেই ৩০ ইনিংসে স্পিনারদের বিপক্ষে তার স্ট্রাইকরেট প্রায় ১৮১.২৫। বিধ্বংসী শব্দটাও সম্ভবত তার আগ্রাসনকে ঠিকঠাক বর্ণানা করবে না হয়ত।

৪৬৪ রান নিয়েছেন তিনি ২৫৬ বল মোকাবেলা করে। তবে পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি যতটা না বাউন্ডারি আদায় করেছেন, তার প্রায় সমপরিমাণ ছক্কা তিনি হাঁকিয়েছেন স্রেফ ২০২৪ সালে। সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদেরকে ৪৬টা ছক্কা মেরেছেন। মাটি কামড়ে বাউন্ডারি হয়েছে স্রেফ ১২টি। এই পরিসংখ্যানই বলে দেয় কতটা আক্রমণাত্মক ব্যাটার তিনি।

শুধু কি স্পিনারদের বিপক্ষেই তিনি এমন মারকুটে ব্যাটিং করেন? না, পেসারদের বিপক্ষেও সমপরিমাণ ঝড় তুলতে সক্ষম ক্লাসেন। ২০২৪ সালে সে প্রমাণই রেখেছেন। ৩১ খানা ইনিংসে ব্যাটিং করেছেন পেসারদের বিপক্ষে। গতিশীল বোলারদের বিপরীতে ১৬৬.২৯ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন। ৩৫৯ বলে ৫৯৭ রান নিয়েছেন। ৩৭টি ছক্কার পাশাপাশি ৩৯টি চার হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

অতএব পেসার এবং স্পিনারদের বিপক্ষে সমানতালেই মারকাটারি ব্যাটিং করতে জানেন ক্লাসেন। ভারতের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের মুখে ঝামা ঘষে দেওয়ার প্রস্তুতিই হয়ত তিনি নিয়ে রেখেছেন। তাছাড়া ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে ব্রিজটাউনে। সেখানে ব্যাটাররা তুলনামূলক একটু বাড়তি সহয়তা পেয়ে থাকেন। এমন উইকেটে ভারতের ১৭ বছরের আক্ষেপ বাড়িয়ে দেওয়ার জন্যে এক এনরিখ ক্লাসেন নামক টর্নেডোই যথেষ্ট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...