হায়দ্রাবাদ-কে লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন ক্লাসেন

চতুর্থ ওভারে ব্যাটিংয়ে আশা ক্লাসেনের আজকের পরীক্ষাটা তাই একটু কঠিনই ছিল। কাউন্টার অ্যাটাকে ভয়ংকর হয়ে উঠা মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের সামাল দেন দারুণভাবেই। চাপের মুখে কিভাবে বোলারদের শাসন করতে হয়, তা ক্লাসেন দেখিয়ে দিলেন আরেকবার।

১৩ রানেই হায়দ্রাবাদের চার ব্যাটসম্যান ফিরে গেছেন। মুম্বাইয়ের ঝাঁঝালো বোলিংয়ের সামনে দিশেহারা হায়দ্রাবাদের সঙ্কাটা আরসিবির লজ্জার রেকর্ড ভেঙে দেওয়ার। তবে ক্লাসেনের ঝড় এ যাত্রায় বাঁচিয়ে দিলো হায়দ্রাবাদকে।

শুরতেই টসে হেরে ব্যাটিংয়ে নামা হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপে থাবা বসান ট্রেন্ট বোল্ট। শূন্য রানে বিদায় নেন ট্রাভিস হেড। অভিষেক শর্মাও আত্মসমর্পণ করেন সেই ট্রেন্ট বোল্টের কাছেই। ইশান কিশানের বোকামিতে একদম কোনঠাসা হায়দ্রাবাদের হাল ধরেন হেনরি ক্লাসেন।

 

চতুর্থ ওভারে ব্যাটিংয়ে আশা ক্লাসেনের আজকের পরীক্ষাটা তাই একটু কঠিনই ছিল। কাউন্টার অ্যাটাকে ভয়ংকর হয়ে উঠা মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের সামাল দেন দারুণভাবেই। চাপের মুখে কিভাবে বোলারদের শাসন করতে হয়, তা ক্লাসেন দেখিয়ে দিলেন আরেকবার।

৪৪ বলে ৭১ রানের এক ফাইটব্যাক ইনিংসে অন্তত লড়াই করার সুযোগটা করে দিয়েছেন বোলারদের। ৭১ রানের ইনিংসে ছিল নয়টি চার এবং দুটি ছক্কা, স্ট্রাইকরেটও সেই ক্লাসেন-সুলভ ১৬১.৩৬। তার এই ইনিংসে ভর করে হায়দ্রাবাদ স্কোরবোর্ডে জমা করেছে ১৪৩ রান।

২৩ এপ্রিল ২০১৭—আরসিবি এ দিনেই করেছিল ৪৯ রানের লজ্জার রেকর্ড। আজকেও সেই ২৩ এপ্রিল হায়দ্রাবাদের শুরুর ব্যাটিং দেখে একটা সময় মনে হয়েছিল আরসিবির রেকর্ডে ভাগ বসাতে চলেছে কামিন্সের দলটা। তবে তা আর হয়নি। হেনরি ক্লাসেন দেখিয়েছেন, তার ‘ক্লাস’টা আসলে কত বড়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link