পতাকার মান রাখলেন বিরাট কোহলি

কোহলির সামনেই পতাকা মাটিতে পড়ে গেল। কোহলি নির্বীকার ভঙ্গিতে পতাকা তুলে ফিরিয়ে দিলেন দর্শকের হাতে। যেন এটাই তাঁর দায়িত্ব। দেশের প্রতি নিজের দায়িত্ব পালনে বিরাট কোহলি সব সময়ই অনন্য, বাকিদের জন্য অনুসরণ যোগ্য।

মাঠের সকল লড়াই তো ওই পতাকার জন্যই। পতাকার অস্মান তাই রোহিত-বিরাট অন্তত সহ্য করবেন না। ভক্তরা পতাকা নাড়ছিল, বিজয়ী জুটিতে অভ্যর্থনা জানাচ্ছিলেন, তখনই হাত ফঁসকে ভারতের পতাকা পড়ে যায় মাটিতে। কোহলি থেমে গেলেন, মাটিতে থাকা পতাকা তুলে দিলেন দর্শকের হাতে। এই পতাকার অবস্থান মাটিতে নয়, পতাকা উড়বে ভারতের বিজয়ের নিশান হয়ে।

মাত্রই ১৬৮ রানের ম্যাচ জেতান একটা ইনিংস খেললেন, রোহিত শর্মা ক্যারিয়ারের ৩৩ তম সেঞ্চুরি পেয়েছেন। কোহলি ৭৪ রানে অপরাজিত ছিলেন। এরপরই তাঁদের দাঁড়াতে হল ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া জানাতে। একের পর এক প্রশ্ন করে গেলেন রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্ট। রোহিত-কোহলি কোনো বিশ্রাম নেই। একে একে প্রশ্নের আবদার মিটিয়ে গেলেন।

সব শেষ হল, এবার সাজঘরে ফেরার পালা। তখনও পায়ের প্যাড জোড়া খুলেননি কেউ। ড্রেসিংরুমে যাওয়ার পথে দুই পাশ থেকে দর্শকরা হাত নাড়ছেন, কেউ বা একটু ছুঁয়ে দেখার আঁকুতি জানাচ্ছেন। এই সময়েই ঘটনাটা ঘটল।

কোহলির সামনেই পতাকা মাটিতে পড়ে গেল। কোহলি নির্বীকার ভঙ্গিতে পতাকা তুলে ফিরিয়ে দিলেন দর্শকের হাতে। যেন এটাই তাঁর দায়িত্ব। দেশের প্রতি নিজের দায়িত্ব পালনে বিরাট কোহলি সব সময়ই অনন্য, বাকিদের জন্য অনুসরণ যোগ্য।

Share via
Copy link