কিং কোহলির মুম্বাই দর্শন

জাসপ্রিত বুমরাহ ফিরেছেন। সেদিকে দেখার সময় কোথায় বিরাট কোহলির! দ্বিতীয় বলেই ছক্কা, ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। স্টেটমেন্টটা জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারেই পরিস্কার করে দিলেন কিং কোহলি।

জাসপ্রিত বুমরাহ ফিরেছেন। সেদিকে দেখার সময় কোথায় বিরাট কোহলির! দ্বিতীয় বলেই ছক্কা, ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। স্টেটমেন্টটা জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারেই পরিস্কার করে দিলেন কিং কোহলি।

আগের ওভারেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক পূরণ করে ফেলেছেন। এরপরের বাকিটা সময় নিজের মনের আনন্দেই খেলে গেছেন কোহলি। দারুণ সব শটের পসড়া সাজিয়ে বসেছিলেন যেন।

ছয় ওভারের পাওয়ার প্লে শেষে ৭৩ রান বোর্ডে জমা করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চার রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে পাওয়ার প্লে’র মধ্যে ৬৯ রানের জুটি গড়েন বিরাট কোহলি আর দেবদূত পাদিক্কাল।

এর মধ্যে কোহলি ১৯ বলে করেন ৩৬ রান। পাওয়ার প্লে শেষ হয়ে গেলেও বিরাট কোহলি ছিলেন দুর্দান্ত ছন্দে। সপ্তম ওভারেই তিনি পৌঁছে যান চল্লিশের ঘরে।

নবম ওভারে তিনি পেয়ে যান হাফ সেঞ্চুরি। ভিগনেশ পুথুরকে ছক্কা হাকিয়ে ২৯ বলে মাইলফলকে পৌছান তিনি। সেই ওভারের শেষ বলেই ৯১ রানের জুটি ভাঙে। পাদিক্কাল ফিরলেও কোহলি ছিলেন অবিচল।

শেষ পর্যন্ত একটু মন্থরগতিতে খেললেও কোহলি ১৬০ স্ট্রাইক রেটে ইনিংস শেষ করেন। ৪২ বলে রান আসে ৬৭। আর তাতেও আরসিবির পায়ের নিচের মাটি শক্ত হয়।

Share via
Copy link