কুলদ্বীপ যাদব, ভারতের দ্বীপশিখার জ্বালানি

চার ওভারে মাত্র ১৮ রান খরচা করেছেন কুলদ্বীপ। উইকেট নিয়েছেন তিনটি। তবে তার থেকেও ফলপ্রসূ ছিল দুই বলে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া।

কুলদ্বীপ যাদব, ভারতের বিশাল বড় এক আস্থার জায়গা। তিনি দলে আছেন বলেই চার বোলার নিয়ে খেলার সাহসটা করতে পারে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিপক্ষে সেই আস্থার প্রতিদান আরও একটিবার দিলেন বা-হাতি এই ঘূর্ণি জাদুকর। পাকিস্তানের পক্ষে ভয়ংকর হতে পারতেন যে ব্যাটাররা তাদেরই সাজঘরে পাঠিয়েছেন কুলদ্বীপ।

চার ওভারে মাত্র ১৮ রান খরচা করেছেন কুলদ্বীপ। উইকেট নিয়েছেন তিনটি। তবে তার থেকেও ফলপ্রসূ ছিল দুই বলে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া। স্লগ সুইপ করতে গিয়ে বা-হাতি এই স্পিনারের উইকেটে পরিণত হয়েছেন হাসান নাওয়াজ। তার সিক্স হিটিং দক্ষতা তো কারোই অজানা নয়। এমন ব্যাটারকে খুব দ্রুতই প্যাভিলিয়নে পাঠিয়েছেন কুলদ্বীপ।

এর ঠিক পরের বলেই লেগ বিফোরের জোরাল আবেদন। হাসান নাওয়াজ, রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না। কুলদ্বীপের ছোড়া গুগলি পড়তেই পারেননি নাওয়াজ। হ্যাটট্রিক করার সুযোগের দ্বারপ্রান্তে তখন দাঁড়িয়ে কুলদ্বীপ। কিন্তু হ্যাট্রটিক তার করা হয়ে ওঠেনি। কিন্তু তৃতীয় উইকেট তিনি ঠিকই নিজের করে নিয়েছেন।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে স্রেফ শাহিবজাদা ফারহান এদিন ভারতের বিপক্ষে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জাসপ্রিত বুমরাহকে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ছক্কা হাঁকিয়েছেন। ৪৩ বলে ৪০ রান করে, পরবর্তী আরও ভয়ংকর হওয়ার আভাস দিয়ে যাচ্ছিলেন ফারহান। কিন্তু কুলদ্বীপ থাকতে ভারতের কি আর দুশ্চিন্তা করা লাগে!

কুলদ্বীপ কোন প্রকার সুযোগ দেননি ফারহানকে ভারতের মাথাব্যথার কারণ হতে। লং অন অঞ্চলে ক্যাচ আউট হন ফারহান। পাকিস্তানের প্রতিরোধের দূর্গ সেখানেই ভেঙে পড়ে। এক লহমায়, পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন কুলদ্বীপ। এতটা কার্যকর বলেই চোখ বন্ধ করে তার উপর ভরসা করে টিম ইন্ডিয়া।

আর তিনি কখনোই নিরাশ করেননি তার দলকে। এখন পর্যন্ত এবারের এশিয়া কাপে সাত উইকেট নিয়ে সবার উপরে রয়েছে কুলদ্বীপের অবস্থান। ভারতের একাদশে তিনি বৈচিত্র্য যুক্ত করেন। শুধু সেটুকুতে কখনোই সন্তুষ্ট হন না বা-হাতি এই স্পিনার। দলের ভরসার প্রতিরুপ হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার স্বভাব তাকে প্রতিনিয়ত করে তুলছে বহু মূল্যবান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link