মাদ্রিদে আর আসা হচ্ছে না এমবাপ্পের, তবে…

আবারো দল বদলের বাজারে এমবাপ্পে-রিয়াল মাদ্রিদ গুঞ্জন। এই মৌসুম শেষেই নাকি মাদ্রিদ শিবিরে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ফ্রেঞ্চ এ তারকা। তবে বাস্তবতা বলছে, এমবাপ্পের অপেক্ষাটা আরেকটু দীর্ঘ হচ্ছে। কারণ এই মুহূর্তে পিএসজি'র সাথে দর কষাকষি করে এমবাপ্পেকে দলে ভেড়াতে আগ্রহী নয় রিয়াল মাদ্রিদ। সে ক্ষেত্রে এমবাপ্পের মাদ্রিদ স্বপ্ন পূরণ হতে পারে ২০২৪ এর পরে। 

আবারো দলবদলের বাজারে এমবাপ্পে-রিয়াল মাদ্রিদ গুঞ্জন। এই মৌসুম শেষেই নাকি মাদ্রিদ শিবিরে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ফ্রেঞ্চ এ তারকা। তবে বাস্তবতা বলছে, এমবাপ্পের অপেক্ষাটা আরেকটু দীর্ঘ হচ্ছে। কারণ এই মুহূর্তে পিএসজি’র সাথে দর কষাকষি করে এমবাপ্পেকে দলে ভেড়াতে আগ্রহী নয় রিয়াল মাদ্রিদ। সে ক্ষেত্রে এমবাপ্পের মাদ্রিদ স্বপ্ন পূরণ হতে পারে ২০২৪ এর পরে।

গত মৌসুমেই এমবাপ্পেকে দলে ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিদের সেই প্রচেষ্টা সফল হয়নি। এমবাপ্পে উল্টো পিএসজি’র সাথে নতুন চুক্তি করে বসেন। আর এরপরেই রিয়াল মাদ্রিদ বোর্ডের ভাবনা থেকে কিছুটা সরে গিয়েছেন এমবাপ্পে। লস ব্ল্যাঙ্কোসদের প্রধান লক্ষ্য এখন বেলিংহ্যাম আর হাল্যান্ডের দিকে।

তবে এমবাপ্পে একেবারেই তাদের নজর থেকে সরে যাচ্ছেন না। স্প্যানিশ গণমাধ্যম সূত্র বলছে, রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে ফ্রি এজেন্টে পেতে চায়। সে ক্ষেত্রে এমবাপ্পে এবং মাদ্রিদ- দুই পক্ষকেই ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ পিএসজি’র সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ফ্রেঞ্চ এ ফুটবলারের।

তবে দর কষাকষি করে এই মৌসুমেই এমবাপ্পেকে দলে ভেড়াতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদ এমবাপ্পের বিষয়ে পিএসজি’র সাথে আলোচনায় বসতে রাজি নয়। তাই গুঞ্জন থাকলেও এ মৌসুমে মাদ্রিদ শিবিরে দেখা মিলবে না এমবাপ্পের।

রিয়াল মাদ্রিদের জন্য এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই মৌসুম শেষেই মাদ্রিদ ছাড়ার কথা রয়েছে দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ আর টনি ক্রুসের। তাদের সেই ঘাটতি মেটাতে মাদ্রিদকে তাই নতুন মিডফিল্ডার খুঁজতেই হচ্ছে।

সেই ভাবনায় এখন পর্যন্ত মাদ্রিদের রাডারে রয়েছেন জুড বেলিংহ্যাম। তবে বেলিংহ্যামকে দলে ভেড়াতে বেশ কাঠখড়ই পোড়াতে হবে মাদ্রিদকে। কারণ এরই মধ্যে বেলিংহ্যামকে দলভুক্ত করার দৌড়ে ভালভাবেই আছে লিভারপুল আর ম্যানসিটি। এ ছাড়া রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে  প্রয়োজন কার্যকরী বিকল্প। বর্তমান দলের রাইট ব্যাকে ভাল বিকল্প না থাকায় চলতি মৌসুমে ভালই বেগ পোহাতে হচ্ছে মাদ্রিদকে।

এ ক্ষেত্রে অবশ্য রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দ ছিল আশরাফ হাকিমি। কিন্তু পিএসজি’র সাথে হাকিমির চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তাই চাইলেও হাকিমিকে দলে ভেড়াতে পারছে না রিয়াল মাদ্রিদ। সে ক্ষেত্র তাদের অন্য খেলোয়াড়ের উপরেই চোখ রাখতে হবে। জানিয়ে রাখা ভাল, ইউরোপিয়ান ফুটবলে গ্রীস্মকালীন দলবদলের বাজার উন্মুক্ত হবে ১০ জুন থেকে। আর চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...