২০১০ সালের ২৩ মার্চ। আইসিসির তৎকালীন সভাপতি ডেভিড মরগান তখন বাংলাদেশে অবস্থান করছেন। এ দিন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিসিবি কার্যালয়ে হাজির হন তিনি। সেসময় শেরে বাংলায় চলছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা।
খেলার মধ্যাহ্নভোজের বিরতিতে বিসিবির পক্ষ থেকে কয়েকটি পুরস্কার বিতরণ করতে মাঠে প্রবেশ করেন আইসিসি সভাপতি। প্রথমে হাবিবুল বাশার সুমনের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন তিনি। তারপর সদ্য সমাপ্ত অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সেরা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ও টুর্নামেন্ট সেরাকে ২৫ হাজার টাকার একটি করে চেক প্রদান করেন।
স্থিরচিত্রে যাকে চেক গ্রহণ করতে দেখা যাচ্ছে সে ছিল ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। চৌদ্দ না পেরোনো সেই ক্রিকেটার পরবর্তীতে বয়সভিত্তিক দলের সবগুলা চৌকাঠ মাড়িয়ে জাতীয় দলে প্রবেশ করে। তাকে চিনতে খুব বেশি বেগ পাবার কথা নয়।
তাই, ঘটা করে তাঁর পরিচয় তুলে ধরার প্রয়োজন বোধ হয় আসে না। তিনি হলেন মেহেদী হাসান মিরাজ।