মিরপুরের মন্থর ও টার্নিং উইকেটে এখনো বড় কোন ইনিংস খেলতে পারেননি ব্যাটসম্যানরা। লিটন দাস জানিয়েছেন এই উইকেটে বাউন্ডারি মারা ও মানিয়ে নেওয়া বেশ কঠিন বলেই বড় রান হচ্ছে না। এই ওপেনার মনে করেন বড় রান করতে হলে তাই সিঙ্গেলের দিকে নজর দিতে এবং স্টাইক রোটেট করে খেলতে হবে।
এই উইকেটে গত আটটা টি-টোয়েন্টিতেই ধুঁকেছেন ব্যাটসম্যানরা। আট ম্যাচে হাফ সেঞ্চুরি হয়েছে মাত্র তিনটি। তিনটি হাফ সেঞ্চুরি হলেও কোনটিই আবার টি-টোয়েন্টি মেজাজের ছিলো না। এখনো ঝড় দেখা যায়নি কারো ব্যাটে। এই আট ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ১৪১ রান। একশোর নিচে অলআউট হয়েছিলো তিন দলই।
প্রতিটা ম্যাচেই রানের জন্য সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। চলতি সিরিজের তিন ম্যাচের ছয় ইনিংসে ছয় হয়েছে মাত্র তিনটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় লিটন জানিয়েছেন কন্ডিশন কঠিন থাকার কারণেই এমন হচ্ছে। তাই এখানে রান করার জন্য সিঙ্গেলের প্রতি নজর দিতে হবে।
লিটন বলেন, ‘এই কন্ডিশনটা একটু চ্যালেঞ্জিং। শেষ তিনটা ম্যাচই লো স্কোরিং হয়েছে। শুধু আমরাই না, ওদের ব্যাটসম্যানদেরও ভুগছে। টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জ থাকে বড় রান করা, স্টাইক পরিবর্তন করা। কিন্তু সেটা হচ্ছে না। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম উইকেটে মানিয়ে নেওয়াটা একটু কঠিন।’
লিটন আরো বলেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু লো স্কোরিং ম্যাচ হচ্ছে। বাউন্ডারি মারাটা সহজ নয়। বাউন্ডারি ওভার বাউন্ডারি মারা কঠিন। আমার কাছে মনে হয় যে সিঙ্গেলে বেশি নজর দিতে হবে। আমি আর নাঈম ভালো শুরু করছিলাম। আমি একটু দায়িত্ব নিলে জিনিসটা সহজ হতো। পরবর্তীতে এরকম সুযোগ আসলে চেষ্টা করবো ইনিংস বড় করতে।’
আজ অনুশীলন ছিলো না বাংলাদেশ দলের। হোটেলেই সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে অনুশীলন না থাকলেও পুরোপুরি বিশ্রামে ছিলেন না ক্রিকেটাররা। ফিটনেস ঠিক রাখতে সবাই হোটেলেই জিম করেছেন। লিটন জানিয়েছেন অতিরিক্ত গরমে ফিট থাকার জন্যই ফিটনেসের দিকে মনোযোগ দিচ্ছেন তাঁরা।
এই ওপেনার বলেন, ‘ফিটনেসটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যেখানে খেলছি সেখানে প্রচুর গরম। তাই নিজেদের সে ভাবেই মেইনটেইন করতে হচ্ছে। পরপর খেলা, এরকম গরমে ফিট থাকার জন্য। আজ অনুশীলন নেই, ছুটির দিন ছিলো। আগামীকাল অনুশীলন আছে। পরপর ম্যাচ খেললে এনার্জি কমে যায়। তাই আমরা ফিটনেসের দিকে মনোযোগ দিচ্ছি। সবাই জিম করছি।’
জানিয়ে রাখা ভালো, আগামী আট অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে যথারীত বিকাল চারটায়। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।